,

শায়েস্তাগঞ্জে ১০ গ্রামবাসীর সংঘর্ষে আইয়ূব আলী’র মৃত্যুর ঘটনায় ॥৩৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ১০ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আইয়ূব আলী নামে এক যুবক নিহত হন। নিহত আইয়ূব আলী পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলী ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই ছায়েদ আলী বাদী হয়ে ৩৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক কৌশিক আহমেদ খন্দকারের আদালতে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে আব্দুল মতিন মেম্বার, ছালেক মিয়া, আ.স.ম আফজল আলী, আবুল কাসেম শিবলু, আব্দুল মুকিত, শাহেদসহ ৩৪ জন। মামলার আইনজীবী এডভোকেট নুরুজ্জামান ও এডভোকেট নুরুল ইসলাম জানান, রবিবার সকাল ১০টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলাটি দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১০ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এরমধ্যে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে তাকে হবিগঞ্জ পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন মারা যান আইয়ূব আলী।


     এই বিভাগের আরো খবর