,

ইঁদুরের স্বপ

œসময় ডেস্ক : ঘরের আনাচে-কানাচে ও মাটির মধ্যে গর্তে ঘুরে বেড়ানো ইঁদুরও কল্পনাপ্রবণ এবং স্বপ্ন দেখে। এরা যেখানে যেতে চায় সেই স্থানের স্বপ্ন দেখে। আবার খাদ্য সংকটে পড়লে কীভাবে খাবার পেতে পারে এর স্বপ্ন দেখে। যুক্তরাজ্যের গবেষকরা এই দাবি করেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক ইঁদুরের স্বপ্নালোক প্রীতি নিয়ে গবেষণা করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক হুগো স্পায়ার্স। গবেষকরা একটি গোলোক ধাঁধার মধ্যে চারটি ইঁদুর রাখেন। ওই স্থানটি এমনভাবে নকশা করা হয়েছিল যে ইঁদুরগুলো খাবার দেখতে পারে কিন্তু খাবারের স্থানে পৌঁছানো কষ্টকর। পরে ইঁদুরগুলো পথের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ৫০ টি ইলেকট্রোড দিয়ে ইঁদুরগুলোর মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। ঘুম থেকে জেগে ইদুরগুলো কৌশলে কষ্টকর পথ পাড়ি দিয়ে খাবারের কাছে পৌঁছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রোকে গবেষকরা বলেন, ইঁদুর যখন খাবার সংকটে পড়ে তখন ঘুমে বা আধোঘুমে খাবার কীভাবে পেতে পারে এর স্বপ্ন দেখে। গবেষক হুগো স্পিয়ার্সের মতে, কোথাও ঘুরতে যাওয়ার আগের রাতে ভ্রমণের স্থান নিয়ে অনেকে স্বপ্ন দেখে। খাবার নিয়ে ইঁদুরের স্বপ্নটিও প্রায় একই রকম। এর আগে ইঁদুরের স্বপ্ন পরিবর্তনের গবেষণা সফল হয়েছে। ঘুমন্ত অবস্থায় ইঁদুরের মস্তিষ্কে বাইরে থেকে উদ্দীপনা প্রয়োগ করে নির্দিষ্ট বিষয়ে আরো চাপ প্রয়োগ করা হয়। অনেকে একে স্বপ্ন নিয়ন্ত্রণের চেষ্টা বলেও দাবি করেন।


     এই বিভাগের আরো খবর