,

সালাত কায়েম কর!

সময় ডেস্ক : দ্বীন ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। যার অর্থ হচ্ছে জ্বীন ও ইনসান জাতিকে আল্লাহপাক যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়। তার প্রাথমিক শিক্ষাই হচ্ছে সালাত। সালাত পালন অর্থ হচ্ছে নিজ আমিত্বকে আল্লাহর রাহে বিসর্জন দেয়া। তাই সালাত পালনের প্রতিটা কর্মই আল্লাহর একত্ববাদ প্রকাশ ছাড়া গায়রাল্লাহর ধ্যান ধারণা করা বৈধ নহে। ইহাই সালাত পালনের শিক্ষা। সালাত পালন পদ্ধতি যাহা শেষ নবী মেরাজ গমনে উম্মতে শাফায়েতের জন্য ও সহজ-সরল পথ চলার জন্য আনিত প্রকৃত শিক্ষা। নবী করীম (সা.) যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তখনই সালাত পালনের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। তাই উম্মতে মোহাম্মদী অনুসারীদের সালাত পালনের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। সালাত পালনে যে সব বিধি বিধান দ্বীন ইসলামে নির্ধারণ করা হয়েছে। তাহা সর্ব কালের সর্ব স্থানে সর্বজনের একই বিধান, তার কোন পরিবর্তন পরিবর্ধন নাইও হবে না। যেমন- সালাত পালনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কর্মই আল্লাহর একত্ববাদ প্রকাশ ও আল্লাহর নিকট আত্মসর্মপন করা। সালাত পালনে রুকু সেজদাসহ যাবতীয় কার্যক্রম আল্লাহর প্রশংসা ছাড়া গায়রুল্লাহর কোন স্থান নেই। তাই নবী রাসুলগণ সালাতের মাধ্যমে আল্লাহর একত্ববাদ প্রকাশ ও প্রসার করে উম্মতগণকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। সৃষ্টির মাঝে তিনিই ¯্রষ্টা এই শিক্ষাই দিয়েছেন। তাহা উম্মতে মোহাম্মদীয়ার অনুসারীগণের পালন করা নৈতিক দায়িত্ব ও কর্তব্য।


     এই বিভাগের আরো খবর