,

পচাঁ বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১৩টি দোকান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায়মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পঁচা বাসি ও নিম্ন মানের খাবার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১৩ টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে অভিজাত হোটের কুটুমবাড়িতে বাসি মাংশ ও ভেজাল তেল রাখায় ১০ হাজার, ক্যাফে কুস্তরিতে রান্নার তেলে ডিমের খোসা তেলাপোকা সহ বিষাক্ত ময়লা রাখায় ২০ হাজার, গ্রাম বাংলাতে পচা ডাল ও নোংরা পরিবেশে ১৫ হাজার টাকা এবং আকবর ড্রাগ হাউজে মেয়াদোর্ত্তীন ঔষধ বিক্রি করায় ৫শ টাকা সহ ১৩টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বিভিন্ন পঁচা বাসি খাবার ও তৈল নষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, র‌্যাবের শ্রীমঙ্গল থার্ড ইন কমান্ড এএসপি আজিজুল ইসলাম ও থানার উপপরিদর্শক মাসুদুজ্জামান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর