,

ঐকিক নিয়ম মেনে সব কিছু হয় না ॥

সময় ডেস্ক ॥ পাকিস্তানের বিপক্ষে ৩-০। ভারতের বিপক্ষে ২-১। তাহলে সাউথ আফ্রিকার বিপক্ষে? সৃজনশীল পাটিগণিত মনে হতে পারে অনেকের কাছে। ক্রিকেট নামক খেলাটাতো অনেক বেশি পাটিগণিত নির্ভর। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। পাকিস্তান, ভারতের বিপক্ষে স্কোর লাইনেও তার প্রতিফলন। তবে বাংলাদেশের ভালো ক্রিকেট, দেশের মাটিতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়বে সাউথ আফ্রিকার সামনে। সাউথ আফ্রিকার বিপক্ষে এখনো পর্যন্ত ১৪ ম্যাচের ১৩ টাতে হার বাংলাদেশের। একটা মাত্র জয়। তাও ২০০৭ সালের বিশ্বকাপে গায়ানায় মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত এক ইনিংসের সৌজন্যে। ১৪ ম্যাচে জয় যেখানে একটা, সেখানে তিন ম্যাচ খেলে আর একটা জয় আশা করা কঠিন। যদি আপনি পাটিগণিতের ঐকিক নিয়ম দিয়ে সবকিছু মেলাতে চান। কিন্তু ক্রিকেটে সবকিছু কি আর নিয়ম মেনে হয়? হয় না বলেই ভারত, পাকিস্তানকে হারানোর পরও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের কথা বাংলাদেশের উগ্র সমর্থকও ভাবতে পারছেন না। সিরিজ জয় নয়, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য অবশ্যই একটা ম্যাচ জেতা। কারণ, ওই একটা জয়ই নিশ্চিত করে দেবে বাংলাদেশের ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। হ্যাঁ, একটা জয়ই বাংলাদেশের জন্য খুব কাক্ষিত। ওটাকেই পাখির চোখ করে অনুশীলনে মগ্ন বাংলাদেশ।


     এই বিভাগের আরো খবর