,

৮৪ কেজি কারেন্ট জাল জব্ধ প্রাইভেটকার ও সিএনজিকে জরিমানাহবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে ৮৪ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের চৌধুরীবাজার এলাকার সন্দলপুর নেট হাউস থেকে বৃহস্পতিবার দুপুরে ওই পরিমাণ জাল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক অবিনাশ দেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী (২য় পৃষ্ঠায় দেখুন) কমিশনার (ভূমি) অমিতাভ পরাগ তালুকদার। তাকে সহযোগীতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ। পরে জব্দ করা কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। অপরদিকে, হবিগঞ্জ শহরের সার্কিট হাউস এলাকায় দুপুরে ড্রাইভিং লাইসেন্স ও কাগজ পত্র না থাকায় একটি প্রাইভেটকার ও ৪ টি সিএনজি অটোরিকশাকে ২২শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ও হেলেনা পারভীন। মোবাইল কোর্ট কে সহযোগীতা করেন, চৌধুরী বাজার কোর্ট ষ্ট্রেশন এলাকার একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর