,

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে শায়েস্তানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু‘দল লোকের সংঘর্ষে পুলিশ সহ ১০ আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থানার সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, আরজু মিয়ার সাথে একই এলাকার মনির মিয়া ও তাজুল ইসলামের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আরজু মিয়া তার পুত্র কাউছার মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া তাজুল ইসলামের বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট চালায়। এসময় তাদের সাথে সংঘর্ষ বাধে।এতে গুরুত্বর আহত অবস্থায় তাজুল ইসলামের স্ত্রী সৈয়দা বানু (৪০) ও খালেকের স্ত্রী রাহেলা খাতুন (৩৫), ঝুমা আক্তার (১৬) রুমা আক্তার (১৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাত ৯টায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের মধ্যে ফের সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। এসময় কামরুল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। সে সদর উপজেলার বাতাশর গ্রামের আফিল উদ্দীনের পুত্র। তাকে ধরতে গিয়ে সদর থানা এস আই কৌশিক খন্দকার আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর