,

সবার ওপরে সাকিব

সময় ডেস্ক ॥ বাংলাদেশের ক্রিকেটের সব চেয়ে বড় বিজ্ঞাপন তিনি। ক্রিকেটের তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার উইকেটের দিক দিয়েও সর্বোচ্চ উইকেট শিকারি হলেন। হ্যাঁ, বলছি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের কথা। তিনি ৪৫টি উইকেট শিকার করে নিজের নামের পাশে টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা যোগ করলেন। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ৪৪টি উইকেট নিয়ে আরেক স্পিনার আব্দুর রাজ্জাকের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। আজ একটি উইকেট নিয়ে রাজ্জাককে পেছনে ফেলে এককভাবে শীর্ষে অবস্থান করছেন সাকিব। সাকিব-রাজ্জাকের পরে এই তালিকার তিন নম্বরে আছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩০ ম্যাচে তিনি নিয়েছেন ২৬টি উইকেট। সাকিব আল হাসান ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে এই ৪৫ উইকেট নিয়েছেন। যেখানে তার সেরা বোলিং ফিগার ২১ রানে ৪ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ৮৩৫ রান করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। যার মধ্যে ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। রেকর্ড-টেকর্ড অবশ্য সাকিবের কাছে নতুন কিছু নয়। তবে এ রেকর্ডটি নিঃসন্দেহে অন্যরকম। টি-টিয়োন্টি ইতিহাসে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি কোনো দেশের পক্ষে একাই সর্বোচ্চ রান ও উইকেটের মালিক। এদিকে, ওয়ানডেতে অন্যরকম ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে সাকিব। আর ২টি উইকেট শিকার করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে দুইশ বা ততোধিক উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন সাকিব। স্পিনার আব্দুর রাজ্জাক প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেটের মালিক হন। বর্তমানে রাজ্জাকের উইকেট সংখ্যা ২০৭টি।


     এই বিভাগের আরো খবর