,

রোনালদোর চেয়ে মেসির প্রভাব বেশি

সময় ডেস্ক ॥ ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালাদোর চেয়ে লিওনেল মেসির প্রভাব অনেক বেশি বলে মনে করেন দানি আলভেজ। গোল করা ছাড়াও গোল বানিয়ে দেয়া এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিভ্রান্তিতে ফেলাতে রোনালদোর চেয়ে মেসি বেশি সিদ্ধহস্ত। এছাড়া মেসির মধ্যে আত্মত্যাগ ও প্রতিযোগিতামূলক মনোভাব অনেক বেশি বলে মনে করেন বার্সেলোনার এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। রোনালদো ও মেসির মধ্যে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় কে, তা নিয়ে প্রায় এক দশক ধরে চলছে বিতর্ক। স্পেনের দুই ক্লাবের এ দুই খেলোয়াড় প্রতি মওসুমেই নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এক মওসুমে একজন ভাল করেন তো অন্য মওসুমে তাকে ছাড়িয়ে যাচ্ছেন অন্যজন। তবে সব মিলিয়ে রোনালদোর চেয়ে মেসি অনেক ভাল ও মাঠে প্রভাব বিস্তারকারী বলে মনে করেন আলভেজ। বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসি ভালো খেলোয়াড়। খেলায় মেসির স্পষ্ট প্রভাব থাকে। যেটা রোনালদোর থাকে না। দেখুন, গোল করা ছাড়াও সে (মেসি) খেলায় প্রভাব বিস্তার করতে পারে। বল নিয়ে তার মুভ করাটাও ম্যাচে প্রভাব ফেলে। তার এই কাজে প্রতিপক্ষের ডিফেন্ডাররা টতস্থ থাকে।’ মেসিকে সেরা প্রমাণ করতে তিনি আরও বলেন, ‘মেসি মাঠে প্রভাব বিস্তারকারী। সে শুধু গোল করে না, অ্যাসিস্টও করে। মেসির মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো কঠোর পরিশ্রম করে এবং সে খেলোয়াড় হিসেবেও অসাধারণ। তবে আমার কাছে মেসিই সেরা। খেলার প্রতি তার (মেসি) আত্মত্যাগ এবং তার প্রতিযোগিতামূলক মনোভাব সত্যিই অসাধারণ।’ এছাড়া রোনালদো দলের চেয়ে নিজের জন্য বেশি খেলেন বলে মনে করেন আলভেজ। আর এ কারণে রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গারকে তার কম পছন্দ। বলেন, ‘আমি কিছু কারণে রোনালদোর খুব বেশি প্রশংসা করতে পারছি না। আমি সম সময় দলের জন্য খেলি এবং নিজের চেয়েও দলকে বেশি বড় মনে করি। কিন্তু আমার মনে হয়, দলকে নিয়ে তার (রোনালদো) কোনো মাথা ব্যথা থাকে না। সে দলের চেয়ে ব্যক্তিগত সাফল্যের দিকেই বেশি মনোযোগী। অনেকেই আমাদের স্প্যানিশ লা-লিগার শিরোপা জয়ের উদযাপন নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু আমরা তাকে (রোনালদো) লীগের সর্বোচ্চ গোল করার আনন্দ উদযাপন করতে দেখেছি। অথচ তার ক্লাব শিরোপা জিততে পারেনি।


     এই বিভাগের আরো খবর