,

১৩ই জুলাই অনন্যার প্রথম একক অ্যালবাম

সময় ডেস্ক ॥ আগামী ১৩ই জুলাই শ্রোতাদের হাতে নিজের গানের প্রথম একক অ্যালবাম তুলে দিবেন কণ্ঠশিল্পী অনন্যা। অ্যালবামের নাম ‘অনন্যা’ই রেখেছেন তিনি। সংগীতার ব্যানারে অ্যালবামটি বাজারে পাওয়া যাবে বলে জানান অনন্যা। অ্যালবামটির গানের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, জেকে, রাফি, প্রতীক হাসান, বেলাল খান, হƒদয় খান ও প্রীতম হাসান। গান লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, আফরিন জেসিকা, রবিউল ইসলাম জীবন, কাবন্ধ রায়হান ও তানি। অ্যালবামে মোট গান আছে সাতটা। গানের শিরোনামগুলো হলো ‘তোর ভালবাসা নয়রে ভালো’, ‘দূরে থাকা দায়’, ‘প্রেমের বাতাস’, ‘বলার নেই প্রয়োজন’, ‘ভালবাসার নৌকা’, ‘নীল আকাশ’ এবং ‘বাঁশবাগান’। নিজের প্রথম একক অ্যালবামের গানগুলো নিয়ে অনন্যা বলেন, চেষ্টা করেছি শ্রোতাদের ভাল লাগার মতো কিছু গান উপহার দিতে। প্রতিটি গানই শ্র“তিমধুর। আশা করি শ্রোতারা আমার গানে নিজের ভাল লাগা খুঁজে পাবেন। উল্লেখ্য, প্রাক্তন স্বামী আরফিন রুমির প্রথম একক অ্যালবামে অনন্যা দুটি গান গেয়েছিলেন। একটি ‘ভাল যদি বাসতে পারো’ এবং অন্যটি ‘দূর থেকে’। একটি মিক্সড অ্যালবামে অনন্যা গেয়েছিলেন ‘মন ছুঁয়ে দেখ’ শীর্ষক একটি গান। তিনটি গানই বেশ শ্রোতাপ্রিয় হয়।


     এই বিভাগের আরো খবর