,

হবিগঞ্জ ধুলিয়াখালে বাস উল্টে মহিলাসহ অর্ধ শতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস উল্টে মহিলাসহ অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানাযায়, মাধবপুর থেকে হবিগঞ্জ গামী একটি লোকাল বাস (নং চট্রমেট্রো জ-৩১৩) অতিরিক্ত যাত্রী নিয়ে রওয়ানা দেয়। বাসটি ওই সড়কের আনন্দপুর, কবির কলেজের সামনে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্শবতী খাদে পরে যায়। এতে উল্লেখিত যাত্রী আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় আব্দুল হান্নান, মোস্তাফা মিয়া, নবীর হোসেন, ধীরেন্দ্র গোপ, নিবাস দত্ত, ছায়া বেগম, শফিক মিয়া, আব্দুল নুর, জয়ধন বালা, গোলাম নবী, লোকমান মিয়া, গফ্ফার মিয়া, ইকবাল হোসেন, জহুল আলী, শফিক মিয়া, ফজল মিয়া, শরিফুন নেসা, তাজুল ইসলাম ও হাফিজুল ইসলামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরে চালক ও হেলপার পালিয়ে গেছে। সরজমিনের গিয়ে দেখা যায়, ওই বাসের ছাদে পাহাড়ী কনকই ও মুলিবাঁশ বুঝাই ছিল। এতে বাস চলার সময় বাশের ঝাকুনীতে বাস হেলে দুলে যাচ্ছিল বলে যাত্রীরা জানান। বাঁশ লোড করার সময় কিছু যাত্রী প্রতিবাদ করলে ওই গাড়ীর হেলপার যাত্রীকে নেমে যেতে বলে। বাঁশ নিয়ে সে যত টাকা বাড়া পাবে তা অর্ধশতাধিক লোকের সমান হবে। এবং হেলপার ওই জনৈক যাত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। বাইপাস সড়ক দিয়ে আসার সময় উল্লেখিত স্থানে ওই বাস চালক হঠাৎ ব্রেক কসলে বাসের উপরে থাকা বাঁশ নড়ে ছরে উঠে। সময় গাড়ীর চালক মোবাইল ফোনে কথা বলছিল। এসময় বেখেয়াল হয়ে পড়ায় নিয়ন্ত্রন হারায় চালক। গাড়ী চালানো সময় মোবাইল ফোনে কথা বলা নিষেধ থাকলেও গাড়ী চালকরা তা বৃদ্ধাগুলি দেখাচ্ছে। এতে মহাসড়ক সহ বিভিন্ন সড়কে প্রাণ হানীসহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়া বাসটি রাস্তার পাশে বিদ্যুৎতের পিলার সঙ্গে ধাক্কা খেয়ে নিছে পরে গিয়ে দুমড়ে মুছড়ে গেছে।


     এই বিভাগের আরো খবর