,

নবীগঞ্জের হরিধরপুরে চুরির বিচার করায় মৃত্যু পথযাত্রী বিশিষ্ঠ মুরুব্বী ইলিয়াছ ও তার পুত্র জয়নাল

সংবাদদাতা ॥ নবীগঞ্জের ৯নং বাউসা ইউনিয়নের হরিধর পুর গ্রামে গতকাল দুপুর ২ ঘটিকায় সন্ত্রাসী আক্রমনে পিতা পুত্রসহ তিন জন গুরুতর আহত হয়েছে। ঐ গ্রামের সন্ত্রাসী চুরি চিনতাইসহ বিভিন্নকাজে জড়িত ছুফিয়ান মিয়া গং ও তার ভাইদের আক্রমনে একই গ্রামের বিশিষ্ট মুরুব্বি সমাজ সেবক ইলিয়াস মিয়া (৬২), তার পুত্র জয়নাল আবেদিন (৩৫)ও কাশেম মিয়া (৩১) গুরুত্বর আহত হয়েছে। আক্রমণকারীদের চুলপির আঘাতে ইলিয়াস মিয়া ও জয়নাল আবেদিনের পেট ছিদ্র হয়েছে, তাদের কে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা আনুসন্ধানে জানাযায়, হরিধর পুর গ্রামের আব্দুর রহমানের পুত্র ছুফিয়ান দীর্ঘদিন যাবত চুরি চিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। গত কিছুদিন পূর্বে একটি চুরির ঘটনায় ছুফিয়ান কে আটক করা হলে গ্রামের মেম্বার সহ গন্যমান্য ব্যাক্তিদের সমন্বয় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশে ইলিয়াস মিয়া চুরের বিরুদ্ধে বক্তব্য দিলে ছুফিয়ান ইলিয়াস মিয়া ও তার ছেলেদের হত্যার হুমকি দেয় এবং আজ ইলিয়াস মিয়ার ছেলে কাশেম কে রাস্তায় একা পেয়ে ছুফিয়ান ও তার ভাইরা মিলে রামদা, ফিকল, কিরিচ নিয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত জখম করে ঐ সময় তার বাবা ইলিয়াস মিয়া ও তার ভাই জয়নাল মিয়া খবর শুনে তাকে উদ্ধার করতে গেলে ছুফিয়ানদের আক্রমনে উভয়ই- গুরুতর জখম হয়। ইলিয়াস মিয়া ও জয়নালের পেটের মধ্য ফিকলের আঘাতে তারা মৃত্যু পথযাত্রী, প্রথমে তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক আশংকাজনক অবস্তায় তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
Share on Facebook


     এই বিভাগের আরো খবর