,

নবীগঞ্জে মত বিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মানুষের সেবার জন্য এসেছি এমন কিছু করে যেতে চাই আমি না থাকলেও মানুষ আমাকে স্বরণ রাখে

এম.এ আহমদ আজাদ ॥ নবাগত হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, হবিগঞ্জ জেলা কে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, স্যানিষ্টেশন রক্ষা, বাল্য বিবাহরোধ, যানজন নিরশন এবং বাজারে বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিনমুক্ত করতে উদ্যোগ গ্রহন করবেন বলে সবাইকে আস্বস্থ্য করেন। তিনি বলেন আইন শৃংখলা উন্নয়নে তুচ্ছ বিষয় নিয়ে মারামারিরোধে সমাজের গন্যমান্য ব্যক্তিদের উদ্যোগ গ্রহন করতে হবে। তিনি বলেন মানুষের সেবার জন্য এসেছি, এমন কিছু করে যেতে চাই আমি না থাকলেও হবিগঞ্জের মানুষ আমাকে স্বরণ করবেন এবং আমিও দুরে গিয়ে হবিগঞ্জ কে নিয়ে গর্ব করতে পারবো। নবীগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিষ্টেশন খাতে উন্নয়নের জন্য একটি ইউনিয়নকে টার্গেট করে সেটিকে মডেল ইউনিয়নের রুপান্তর করতে চাই। শহরের পরিবেশ রক্ষায় পৌরসভা গুলোকে ময়লা আর্বজনা মুক্ত রাখতে হবে। এবং অচিরেই পঁচাবাসি খাবারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি বলেন হবিগঞ্জে সংবাদ পত্রের ভূমিকা গুরুত্বপূর্ন তারা যদি হতাশা মুলক সংবাদ প্রকাশ না করে সমাজের ভাল কাজ গুলো প্রকাশ করেন এবং আমাদের মোবাইল কোর্টের সংবাদ গুলি সঠিকভাবে তুলে ধরা হয় তা হলে জনগন সচেতন হয়ে উঠবেন এটা আমার বিশ্বাস। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন, এতে করে সাংবাদিকরা লেখনির মাধ্যমে সমাজের অন্ধকারকে দূর করতে পারেন। ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দ্যেশ্যে বলেন যে কোন উন্নয়ন কাজ একা করা সম্ভব নয় সভার সহযোগিতা কাম্য। সমাজের স্যানিষ্টেশন বাস্তবায়নে ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দ্যোগে নিতে হবে। নারী শিক্ষা উন্নয়নের জন্য গন্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। নারীরা বিভিন্ন কর্মস্থলে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। নারী নির্যাতন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী নারীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তাই নারীদের আর অবহেলা করা যাবে না। আমাদের দেশে এখন নারীরা আগের চেয়ে সমাজে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছেন। এসব কাজ সম্পন্ন করতে তিনি হবিগঞ্জের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী, পৌর সভার মেয়র, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড.আলমগীর চৌধুরী ও নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যে পরিষদের সভাপতি মিহির কুমার রায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, বাউসা ইউপির চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সিনিয়র সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প: প: কর্মকর্তা ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, ৮নং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, মেহের আলী মহালদার,,মোঃ ছালিক মিয়া, আব্দুল বাতেন, সৈয়দ খালেদুর রহমান খালেদ, এড.মোঃ জাবেদ আলী, মোঃ আবুল খায়ের গোলাপ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আঃ নুর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, পল্লী বিদ্যৃতের ডিজি এম বজন কুমার ভ্রমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক খান, নবীগঞ্জ জে.কে স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, উপজেলা শিশু শিক্ষা একাডেমীর অধ্যক্ষ কাঞ্চন বনিক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মৎস কর্মকর্তা রাশিদুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরর্দার, আনসার ভিডিপি প্রশিক্ষক খাদিজা ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সরওয়ার শিকদার, শাহ মুছা আহমেদ, মতিউর রহমান মুন্না, হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার জুনাইদ চৌধুরী প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী মোহাম্মদ মাসুম বিল্লাহ ও উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌর সভার পক্ষ থেকে মেয়র অধ্যাপক মোঃ তোফাজ্জুল ইসলাম চৌধুরী, এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণের পক্ষে সৈয়দ খালেদুর রহমান খালেদ। সভায় কোরআন তেলায় করেন ইমাম আব্দুল করিম ও গীতা পাঠ করেন বিপুল চক্রবর্তী।


     এই বিভাগের আরো খবর