,

হবিগঞ্জ পশ্চিম বড়চরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ আহত ৭

মাহফুজ নয়ন ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম বড়চর (কোন হওরা) এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা টি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হাবিব উলার ছেলে নুরুল ইসলামের সাথে একই এলাকার আব্দুল হেকিমের মধ্যে জমি-জমা ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকাল ১১টার নুর”ল ইসলাম ও তার ছেলে মমিন মিয়া, ওয়াদুদ মিয়া, রিয়াজ মিয়াসহ আরো কয়েক জন জোর পূর্বক আব্দুল হেকিমের গাছ কাটতে গেলে আব্দুল হেকিমের স্ত্রী হাসেনা খাতুন বাধা দিলে উলেখিতরা তাকে আঘাত করে এ সময় হাসেনা চিৎকারে তার স্বামী, মেয়ে এবং পুত্রবধু এগিয়ে আসলে তাদের কেউ ঐ দূর্বত্তরা মারধর করে। ¯’ানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হসপাতালে নিয়ে আসে। এতে গুর”তর আহতরা হন, আব্দুল হেকিম(৬৫), হাসেনা খাতুন (৪৫), সাহেনা খাতুন (২৭), রীনা আক্তার (২৩)। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া হাসপাতালে এসেও আবার সংঘর্ষ হয়। এ সময় ¯’ানীয় অন্য রোগীর আত্বীয় রিচি গ্রামের সদর থানা যুবলীগের নেতা মোঃ মওলদ মিয়া এগিয়ে এসে বাধা দেন। এ সময় তিনি নিজেও আহত হন এবং তার ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় দূর্বত্তরা। খবর পেয়ে সদর থানার পুলিশ এসে তাদের শান্ত করেন। এব্যাপরে আব্দুল হেকিমের ছেলে আব্দুল রশিদ বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর