,

জিকে গউছের উপর হামলায় ৭ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন ও বিভাগীয় মামলা দায়ের

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা কারাগারের ভিতরে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। গত শনিবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে সুবেদার তাজ উদ্দিনসহ একজন হাবিলদার ও দু’জন কারারক্ষীকে আসামী করে একটি মামলা করা হয়। এছাড়াও জি কে গউছের উপর হামলাকারী ইলিয়াছ মিয়াকে আসামী করে একই দিন রাতে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন জেলার শামীম ইকবাল। এদিকে কারাগারের এ ঘটনার জন্য শনিবার রাতে হবিগঞ্জের এডিএম শফিউল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেছেন জেলা প্রশাসক সাবিনা আলম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এনএসআইর উপ-পরিচালক শাহ আলম, হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান ও জেল সুপার গিয়াস উদ্দিন। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে মতামত ও সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর