,

জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘দর্পচূর্ণ’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত ॥

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পুলিশ প্রশাসন ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নিবেদনে, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের প্রযোজনায় ও তরুণ নির্মাতা ইফতেখার আহমেদ ফাগুনের পরিচালনায় সমর্পনের নির্মিত জনসচেতনতামূলক চলচ্চিত্র দর্পচূর্ণ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক সাবিনা আলম। দাঙ্গা প্রতিরোধে পুলিশ সুপারের নিবেদনে তৈরি এই চলচ্চিত্র সম্পর্কে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শান্তিপ্রিয় হবিগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গা একেবারে নেই বললেই চলে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়শই বড় বড় আঞ্চলিক দাঙ্গা ঘটে যায়। অনেকগুলো জীবন নষ্ট হয়, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন ও সমর্পনের এই ব্যাতীক্রমী উদ্যোগকে স্বাগত জানান তিনি। দর্পচূর্ণ চলচ্চত্রটি মূলত গ্রামগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংগঠিত দাঙ্গাগুলোকে অনুৎসাহিত করার লক্ষে তৈরি করা হয়েছে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, গ্র্যান্ড প্রিমিয়ারের পর কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে হবিগঞ্জের ইউনিয়নগুলোতে মাঠপর্যায়ে প্রদর্শনী করা হবে চলচ্চিত্রটির। সার্বিক ব্যাবস্থাপক সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয় সন্ধ্যা ৭ টায়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে উদ্বোধনের পর প্রদর্শিত হয় দর্পচূর্ণ। জেলা পরিষদ অডিটরিয়ামে চলচ্চিত্রটি দেখার জন্য মানুষে উপচে পড়া ভিড় ছিল।


     এই বিভাগের আরো খবর