,

ঊষার ওয়েব সাইট উদ্বোধনকালে এমপি আবু জাহির জাতীয় অর্থনীতিতে হবিগঞ্জ গুরুত্বপূর্ণ অবদান রাখছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো: আবু জাহির বলেছেন, হবিগঞ্জ, গ্যাস, বিদ্যুৎ, চা, রাবার, সিলিকা:বোরু, ধান ও মাছের মাধ্যমে জাতীয় অর্তণীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একসময় হবিগঞ্জকে বলা হত পিছিয়ে পড়ে জেলা। এখন বলা হচ্ছে আলোকিত জেলা। তবে সত্যিকারের আলোকিত হতে হলে হবিগঞ্জের মানব সম্পদকে উন্নয়ন করতে হবে। বিশেষ করে উচ্চ শিক্ষার হার আরও বাড়ানো উচিত। এ ক্ষেত্রে ঊষার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি গত ১৭ জুলাই বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ ঊষার ওয়েব সাইট উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধে যেমন হবিগঞ্জের মানুষের অবদান রয়েছে। তেমনিভাবে দেশও চলছে হবিগঞ্জের টাকায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে মেডিকেল কলেজ দিয়েছেন। শীঘ্রই কৃষি বিশ্ববিদ্যালয় চালু হবে। এই দুটি প্রতিষ্ঠান জাতীয়ভাবে হবিগঞ্জকে নতুনভাবে পরিচিত করাবে। ঊষার সভাপতি জ্যোতি বিকাশ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ করিম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ, সৈয়দ কামরুল হাসান, ব্যারিস্টর সৈয়দ সায়েদুল হক সুমন, মোহাম্মদ রেদওয়ান, বাদল কুমার রায়, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও তাপস রঞ্জন ঘোষ। বক্তব্য রাখেন, আবুল কালাম, সাইদুর রহমান, শাহ সৈয়দুল হাসান সাঈদ প্রমুখ। এমপি আবু জাহির ঊষার জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন। প্রসঙ্গত ঊষার ওযেব সাইটটি মাত্র দুই টাকা সম্মানীর বিনিময়ে তৈরি করেন ঊষার সদস্য ও বুয়েটের শিক্ষার্থী জামাল উদ্দিন খান।


     এই বিভাগের আরো খবর