,

নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক সালেহনির্বাচন পদ্ধতি ঠিক করতে না পারায় গণতন্ত্র হুমকির মুখে

বিশেষ প্রতিনিধি ॥ নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জের কৃতি সন্তান দৈনিক ইত্তেফাকের আইন বিচার সংসদ ও নির্বাচন বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন বলেছেন, স্বাধীনতার পর থেকে ৯০ সাল পর্যন্ত আমাদের সরকার পদ্ধতি কি হবে তা-ই ঠিক করতে পারিনি। ৯১ সালে এসে সংসদীয় পদ্ধতিতে ঢুকলাম। এখন এসে নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা সংগ্রামে রয়েছি। ৯৬ সালে আবিষ্কার করলাম তত্ত্বাবধায়ক সরকার। ১৪ সালে আবার ফেরত আসলাম দলীয় সরকারের অধীনে নির্বাচন। এ নির্বাচন পদ্ধতি ঠিক করতে না পারার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এখন ভোট ছাড়া সরকার হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সেখানে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ছাড়াও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও মানবকন্ঠের উপদেষ্টা সম্পাদক পীর হাবিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। এতে বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক আহমেদ মুছা, মনোয়ার ইসলাম, মুজাহিদুর রহমান আনছারী, মঞ্জুরুল হক, মনির হায়দার প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামল দত্ত বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট খেলায় বাংলাদেশ বিশ্বের প্রথম কাতারে চলে এসেছে। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। পীর হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি অনেক ক্ষেত্রে পিছিয়েও যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর