,

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্র ও ইউপি সদস্য সহ আহত শতাধিক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের ছিলাপাঞ্জা এলাকায় দুই গ্রামবাসির মধ্যে এক ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছে। আহতদের অনেকেই ইটের আঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় ছিলাপাঞ্জা-তাতারী মহল্লা বাসির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছিল। তাদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন ইউপি সদস্য আব্দুল ছালাম মিয়া(৬০), আতাউর(৩০), আমির আলী (৩০), আবিদুর (৪০), সোহাগ (১৪), জনু মিয়া(২৫), বিনয় (২৩), কালা মিয়া (২৪), কাশেম (১৫), ওয়াহিদ (৪০), সোহাগ(১৪), সবুর (২৫), সুজন (৩৫), ফারুক (২৫), আল-আমিন(২২), শের আলী(৫০), জীবন(১৪), আল-আমিন(১৮), ইমদাদুর(২০), কবির(৩০), নুরুল হক(২২), জুবায়ের(১৮), জসিম(২০), কেলামত(৪৫), নিয়ামত(৪৫), লুৎফুর(১৮), আবুল(২০), আঃ আলিম(২৮), আব্দুল ছালাম(৪০), আবুল কালাম(৩০), (৩য় পৃষ্টায় দেখুন) মাতাব উল্লা(৬৫), শাহনুর(১৫), আবুছালেক(৩০), আবুলহোসেন(২০), খাইরুল(২৫), রাজু(২১), মনির(১৮), আনোয়ার(৩৬), মেহের(১৩), কয়েছ(১৫), সালমান(১৫), মোকলেছ(১৪), সোহাগ(১২), খেলু(২০), মোতাব্বির(২০), আলীআজগর(৪১), কাউছার(১০), আহার(২৫), ওমর-আলী(২৫), আনসার(২৫), নয়ন(১২)ও নাঈম (১২)। সংঘর্ষ চলাকালে ৩নং ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ পুলিশ নিয়ে মারমুখি দুই পক্ষের মধ্যস্থলে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু মারমুখি দুই পক্ষ সংঘর্ষ অব্যাহত রাখলে ওয়ার্ড মেম্বার আব্দুল ছালাম আহত হন। সংঘর্ষের কারণ সরেজমিন ঘুরে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গতকাল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতারি মহল্লার সাদিক মিয়ার পুত্র মহিনুর সকালে ছিলাপাঞ্জা বাজারে গেলে ছিলাপাঞ্জা গ্রামের ওহাব উল্লার পুত্র মিজান ও শিহাব মিলে মহিনুরকে মারপিট করে । খবর পেয়ে তাতারি মহল্লা ও ছিলাপাঞ্জা গ্রামের লোকজনের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ বাঁধে।


     এই বিভাগের আরো খবর