,

নবীগঞ্জে পীরে কামিল নূরুল হক বিলপাড়ি চির নিন্দ্রায় শায়িত জানাজার নামাজে লাখ ভক্তবৃন্দের ঢল

এম.এ আহমদ আজাদ ॥ সিলেট বিভাগ তথা দেশজুড়ে পরিচিত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম পীরে কামিল হাফিজ নূরুল হক সাহেব কিবলাহ বিলপাড়ি (৭৫) কে গতকাল শনিবার বিকালে জানাযা শেষে তার লাশ মৌলভীবাজার থেকে তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড় গ্রামে তার মা-বাবার কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে। এসময় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ধর্ম প্রান মুসল্লি ভীড় জমান। তাকে দাফনের পরে বিশেষ মোনাজাত করা হয়। জানাযায় তিনি গত শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার গ্রীণলাইফ ক্লিনিকে শ্বাসকষ্টসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। শনিবার দুপুর ৩টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে নামাজের জানাযা শেষে তার লাশ গাড়িবহর যোগে নবীগঞ্জের বিলপাড় নিয়ে আসা হয়। বিকালে তার নিজ বাড়িতে মা-বাবার কবরস্থানের পাশে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে সিলেট বিভাগের লক্ষ লক্ষ ভক্তবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৌলভীবাজারে তার একমাত্র জানাযায়, প্রায় দুই লক্ষাধিক ভক্তবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শরীক হন। হাফিয নূরুল হক বিলপাড়ি ইহজীবনে পীরে কামেল মরহুম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব ক্কিবলার খলিফা ছিলেন। তিনি জন্ম সুত্রে নবীগঞ্জের বিলপাড়ের অধিবাসী হলেও বসবাস করতেন মৌলভীবাজার শহরের কাজিররগাঁও নামক স্থানে। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে ক্কারী সাদিকুর রহমান। মোনাজাত করেন আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মৌলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। এ সময় উপস্থিত ছিলেন আল ইসলাহ’র মহাসচিব মৌলানা মনোহর আলী, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা হাবিবুর রহমান, মুফতি মৌলনা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানূর রহমান মিজানসহ অনেকে। এদিকে বিশিষ্ট আলেম পীরে কামিল হাফিজ নূরুল হক সাহেব কিবলাহ বিলপাড়ি (৭৫) এর মৃত্যূতে সিলেট বিভাগের ধর্মপ্রান মুসলমানদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যূর একদিন পূর্বে নবীগঞ্জের আরেক পীর কামেল সৈয়দুর রহমান ছোট মিয়া ইন্তেকাল করেন। দুদিনের ব্যবধানে দুইজন পীরের মৃত্যূতে নবীগঞ্জের ধর্মপ্রান মুসল্লিদের মাঝে তীব্র শোক বিরাজ করছে। শোকের মাত্তম করছেন দুই পীরের লক্ষ লক্ষ মুরিদান।


     এই বিভাগের আরো খবর