,

সিলেট বিভাগীয় কমিশনার অফিসে শপথ গ্রহন অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য মাকসুদা ও রিনার শপথ গ্রহণ

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচনে ২নং (তেঘরিয়া-পইল-লস্করপুর) ও ৩নং (নুরপুর-শায়েস্থাগঞ্জ-শায়েস্থাগঞ্জ পৌরসভা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মাকসুদা খাতুন এবং রিনা রানী সূত্রধর শপথ গ্রহণ করেছেন। গত ২৩ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট বিভাগের ১১০ জন সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে হবিগঞ্জ সদর উপজেলার মাকসুদা খাতুন এবং রিনা রানী সূত্রধর শপথ গ্রহণ করেন। সদর উপজেলার নির্বাচিতরা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ১০টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা নিয়ে গঠিত হবিগঞ্জ সদর উপজেলাকে ৪টি সংরক্ষিত আসনে ভাগ করা হয়েছে। এর মধ্যে গত ১৫ জুন ২নং ও ৩নং আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উল্লেখিতরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ১নং ও ৪নং আসনে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।


     এই বিভাগের আরো খবর