,

ইউএনও সাইফুল ইসলামঅচিরেই বাহুবলে রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপন উচ্ছেদ করা হবে

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদের সামন থেকে করাঙ্গী নদীর ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ হতে যাচ্ছে। অচিরেই প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা আইন-শৃংখলা সভায় এ সিদ্ধান্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ, ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী, চেয়ারম্যান মত্তাছির মিয়া, ওসি মোশাররফ হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সুলায়মান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন চন্দ, বীরেশ্ব ভট্টাচার্য্য প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে বাহুবল আইন-শৃংখলা সন্তোষজনক পর্যায়ে ছিল। কিন্তু উপজেলা পরিষদের সামন হতে করাঙ্গী নদীর ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বে অবৈধ স্থাপনা ও রাস্তায় সিএনজি অটোরিকশা দাঁড় করে যাত্রী উঠা-নামা করানোর ফলে পথচারীদের দুর্ভোগ বেড়েই চলেছে। জনস্বার্থে রাস্তার পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা করা জরুরী। সভায় বক্তারা আরো বলেন, পুরাতন হাসপাতালের স্টাফ কোয়ার্টারটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগের এক অবসর প্রাপ্ত কর্মচারীর দখলে রয়েছে। এটিও উদ্ধার করার দাবি জানানো হয়। জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আশ্বস্থ করে বলেন, অচিরেই উপজেলা পরিষদের সামন থেকে করাঙ্গী ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।


     এই বিভাগের আরো খবর