,

যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জের মানুষের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক সালেহ

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের আইন, বিচার, সংসদ ও নির্বাচন বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জের মানুষের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। পৃথক অনুষ্ঠান না করে সকলকে একই ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। হবিগঞ্জ শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জের নাগরিকদের দাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আর কিছু না হোক নিজ নিজ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভূমিকা রাখলে আমরা শিক্ষার হার বাড়াতে সক্ষম হব। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীর পৃথক পিকনিক অনুষ্ঠানে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা সমিতির পিকনিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলমন লেক স্ট্রিটপার্কে এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির পিকনিক অনুষ্ঠানটি সাউদান স্ট্রিটপার্কে অনুষ্ঠিত হয়। দু’টি অনুষ্ঠানেই সাংবাদিক সালেহ উদ্দিন বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে স্বপরিবারে যোগ দেন। অনুষ্ঠানে সমিতির সদস্যরা সাংবাদিক সালেহ উদ্দিনকে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দেন। এতে জেলার বিপুল সংখ্যক লোক অংশ নেন। জেলা সমিতির পিকনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল আনছারী। বক্তব্য রাখেন জকি উদ্দিন চৌধুরী, জিয়া উদ্দিন বাবুল, সামছুল আলম শামীম, এডভোকেট সিরাজুল ইসলাম প্রমূখ। কল্যাণ সমিতির পিকনিকে সভাপতিত্ব করেন পিকনিক কমিটির আহ্বায়ক সৈয়দ কামাল উদ্দিন। এতে যোগ দেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি ড: আব্দুল মোমেন ও সাংবাদিক সালেহ উদ্দিন। এতে বক্তৃতা করেন এডভোকেট নাছির উদ্দিন, শফি উদ্দিন তালুকদার, মিজানুর রহমান চৌধুরী সেফাজ প্রমূখ। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড: আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকলে ২০/২৫ বছরের মধ্যেই উন্নত দেশের মর্যাদা পাবে। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীর পিকনিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


     এই বিভাগের আরো খবর