,

নবীগঞ্জে দাওয়াত খাওয়ার জন্য প্রাইমারি স্কুল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের ক্লাস ফাঁকি দেবার অভিযোগ পাওয়া গেছে । প্রধান শিক্ষক প্রায়প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে নির্ধারিত সময়ে এক থেকে দুই ঘন্টা আগে স্কুল বন্ধ করে চলে যান। ফলে সুষ্ঠু শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন কোমলমতির ছাত্র-ছাত্রীবৃন্দ। তীব্র হতাশা বিরাজ করছে এলাকার ছাত্র-ছাত্রীদের মধ্যে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রতিদিন ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে স্কুল বন্ধ করে চলে যান। এনিয়ে এলাকাবাসী তাকে বার বার বললেও তিনি তাতে কর্নপাত না করে নিয়মিত ভাবে ক্লাস ফাঁকি দিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার এ প্রতিনিধি ঐ স্কুলে গিয়ে বিকাল সাড়ে তিনটার সময় দেখতে পান স্কুলে তালা ঝুলছে। এসময় এলাকাবাসী জানান তিনি প্রায়ই সরকারী আইনের প্রতি বৃদ্ধা আঙ্গুলি প্রর্দশন করে সাড়ে তিনটার মধ্যে স্কুল বন্ধ করে চলে যান। এব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন ঐদিন আমি এক আত্বীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। তাই স্কুল বন্ধ করে দিয়ে গিয়ে ছিলাম। আর অন্যান্যদিন আমি একজন প্রধান শিক্ষক হিসাবে আর অনেক কাজ থাকায় নির্ধারিত সময়ের আগে যেতে হয় সে বিষয় আমার ম্যানেজিং কমিটি বিষয়টি জানেন। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, তদন্ত করে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিবো।


     এই বিভাগের আরো খবর