,

নবীগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিনের জায়গা দখলে ভূমি খেকোরা মরিয়া

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জ উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিনের জায়গা দখলের জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। একটি প্রভাবশালী চক্র শত বছরের পুরানো ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনের কোটি টাকা দামের মুল্যবান জায়গা দখলে ব্যর্থ হয়ে একটি মহল ঐ জায়গায় নির্মিত ক্যান্টিন নির্মানে বাধা প্রদান করছে। এনিয়ে এলাকার সচেতন মহল ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি একটি রেজুলেশনের মাধ্যমে বিদ্যালয়ের সামনে একটি ক্যান্টিন নির্মানের উদ্যোগ গ্রহন করে। কমিটির লোকজন প্রশাসনের অনুমতি নিয়ে ইনাতগঞ্জ বাজারের মাছ বাজারের পাশে স্কুলের সামনে একটি ক্যান্টিন নির্মান করেন। এই ক্যান্টিন নির্মানের পর থেকে বাজার কমিটির সাধারণ সম্পাদক দিলবার হোসেন স্কুলের ক্যান্টিনের জায়গা দখলের জন্য বিভিন্ন রকম পায়তারা করছেন। এব্যাপারে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সখদিল হোসেন বলেন দিলবার হোসেন এই জায়গা দখলে ব্যর্থ হয়ে নানা রকম অপপ্রচার করে যাচ্ছে। আমরা ম্যানেজিং কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে ক্যান্টিন নির্মান করছি। এখানে কোন ব্যক্তি স্বার্থ নেই। কিন্তু তারা অপপ্রচার করছে এখানে না কি একটি মহল দখলের চেষ্টা করছে। আসলে এসব তাদের বানানো মনগড়া কথা। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম ওরফে ইলাক বলেন আমাদের স্কুলের জন্য ছাত্র-ছাত্রীদের সংকুলান না হওয়ার জন্য আমরা স্কুলের সামনে স্কুলের নামে লীজকৃত ভূমিতে ক্যান্টিন নির্মান করছি। এখানে কোন ব্যক্তি স্বার্থ নেই। স্কুল ও ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল ক্যান্টিন নির্মাণ করা হচ্ছে। এলাকার সমাজ সেবক আলম উদ্দিন বলেন স্কুলের জায়গা অনেক রাঘব বোয়াল দখল করেছেন। যারা দখলে ব্যর্থ হয়েছে তারাই এই অপপ্রচার করছে যে এটা একটি মহল দখল করে নিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য অসৎ তারা নিজেরা দখল করতে না পেরে এই অপপ্রচার করছে। তিনি দিলবার হোসেন এই জায়গা দখলে ইনাতগঞ্জ বাজারে মহিলা মার্কেট সহ আরো অনেক জায়গা রয়েছে সে সব জায়গা দখল মুক্ত করতে হবে। তার বোনের দখলে রয়েছে স্কুলের জায়গা। এব্যাপারে ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, স্কুলের জন্য ক্যান্টিন নির্মাণ হলে বাধা দেবার কথা নয়। তবে এখানে ঘর নির্মান হলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এইজন্য বাজার কমিটির পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে।
এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের চারি দিকে ব্যাপক সরকারী জায়গা রয়েছে। এর মধ্যে পূর্ব ও দক্ষিন দিকের বেশির ভাগ খোলা জায়গা রয়েছে। পার্শ্বেই ইনাতগঞ্জ বাজার অবস্থিত হবার ফলে স্কুলের পার্শ্ববতি জায়গার মূল্য বেশি। তাই এলাকার এক শ্রেনীর ভূমি খেকো সুযোগ মতো এসব জায়গা দখল করে নিয়েছে। এসব জায়গার মধ্যে ঘর বাড়ি ও দোকান কোটা নির্মাণ করা হয়েছে। কিছুদিন পূর্বে স্কুলের মুল গেইটের সামনে কিছু জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও চেয়ারম্যানের অনুমতি নিয়ে একটি ক্যান্টিন নির্মাণ করেন। তখন এলাকার দখলদার ও ভূমিখেকো চক্র উঠে পড়ে লেগে যায় কিভাবে এই নির্মাণ কাজ টেকানো যায়। তারা বিভিন্ন ভাবে অপপ্রচার শুরু করে ক্যান্টিনের নামে জায়গা বেদখল হয়ে যাচ্ছে। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ স্কুল এলাকায় প্রচুর সরকারী জায়গা দখলদাররা দখল করে আছে অচিরেই এব্যাপারে উদ্ধার অভিযান চালানো হবে।


     এই বিভাগের আরো খবর