,

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডাক্তারের উপর দুর্বৃত্তদের হামলা

এম.এ.আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে একদল দূর্বৃত্তদের হামলায় চালায় জরুরী বিভাগের কর্মরত চিকিৎসকের উপর। এ সময় জরুরী বিভাগের কর্মরত অনান্যরা এগিয়ে আসলে তারা ও তাদের হামলার শিকার হন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পানিতে পড়া এক রোগীকে ভর্তি করা আর না করাকে নিয়ে এ ঘটনাটি ঘটে। ডা: মিঠুন রায় রোগীকে নিয়ে আসা আতœীয়দের বলেন যে সে এখন সুস্থ আছে। কিন্তু তারা বলে যে না ভর্তি করতে হবে এ বিষয় নিয়ে এক পর্যায়ে রোগীর পক্ষ নিয়ে কিছু দূর্বৃত্তরা (দালাল) এসে ডা: মিঠুন রায়ের উপর হামলা চালায়। এ সময় ডা: মিঠুনকে বাঁচাতে গিয়ে সহকারী সেবক- হাবিবুর রহমান, ট্রেচার বয়- ফারুক, দারোয়ান- আসাদ, ঝাড়-ধার- মনু লাল আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং একজনকে আটক করে নিয়ে যায়। এ বিষয় নিয়ে প্রায় ১ ঘন্টা হাসপাতালের জরুরী বিভাগ এর কাজ বন্ধ ছিল। এসময় অন্য রোগীরা বিপাকে পরে। পরে উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আজ রাত ৮.৩০ মিটিটে সকল কর্মচারীরা এক জরুরী বৈঠক ডেকেছেন।


     এই বিভাগের আরো খবর