,

হবিগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এর দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি ॥ সরকার উপ-সচিব মোহাম্মদ আবদুর রউফ কে হবিগঞ্জ স্থানীয় সরকার এর উপ-পরিচালক হিসেবে পদায়ন করেছে। ১৩তম ব্যাচের বিসিএস ক্যাডার মোহাম্মদ আবদুর রউফ ২৬ জুলাই উপ-পরিচালক এর দায়িত্ব গ্রহন করেছেন। একই সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর দায়িত্বেও থাকছেন। ইতোপূর্বে মোহাম্মদ আবদুর রউফ সহকারী কমিশনার হিসেবে মাদারীপুর, সহকারী কমিশনার (ভূমি) কক্সবাজারের রামু উপজেলায়, সিনিয়র সহকারী সচিব জাতীয় সংসদ সচিবালয়, গাজিপুরের কালিকগঞ্জের ইউএনও, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ও কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার, চাদপুর এর এডিএম ও অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং হবিগঞ্জ এর এডিএম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার শাতঘড়িয়ার সম্ম্রান্ত মুসলিম পরিবারের মাওলানা মোঃ আব্দুল মন্নান (প্রধান শিক্ষক) এর জেষ্ঠ্য পুত্র। তাঁর জন্ম ১৯৬৭ইং। তিনি একাধারে কবি, গায়ক, সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তাহার সহধর্মীনি মাহফুজা জাফরিন নিক্কন, ছেলে কে,এস,এম তাহমিদ রহমান হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও মেয়ে মোমতাহিনা মাসিয়াত ব্যয়ামের ৪র্থ শ্রেণির ছাত্রী। চাকুরীর সুবাদে তিনি ৩বার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ৩বার, থাইল্যান্ড ২বার, সিংগাপুর, শ্রীলংকা, ফিজি, আইল্যান্ড ও চীন সফর করেছেন। ৩০ জুলাই ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় হবিগঞ্জ স্থানীয় সরকার এর উপ-পরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রউফ দায়িত্ব গ্রহণ করায় জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জেলার স্থানীয় সরকারাধীন সকল পৌরসভা ও ৭৭ ইউ.পি’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পারষ্পরিক সহযোগীতার মাধ্যমে স্থানীয় সরকারকে গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। একই সময়ে দায়িত্বপ্রাপ্ত ডিডি মোহাম্মদ আবদুর রউফ হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে সচ্ছতা, সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর