,

নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

জসিম তালুকদার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় মহাসড়কের উপর নির্মিত ১০/১৫টি দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। জানাযায়, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে সরকারী জায়গায় ও মহাসড়কের আইল্যান্ডের উপরে অস্থায়ী ঘর নির্মাণ করে দোকান পরিচালনা করে আসছিলো। গতকাল নবীগঞ্জ উপজেলা নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চাল নো হয়। এসময় অবৈধ দোকানের মালিকরা তারা নিজ ইচ্ছায় দোকান উচ্ছেদের ঘোষনা দিলে উপজেলা নির্বাহী অফিসার তাদের নিজ ইচ্ছায় সরে যাবার জন্য একদিনের সময় নেন। তবে তাৎক্ষনিকভাবে ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর