,

দু’পক্ষের ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক হবিগঞ্জের বামকান্দি গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকদের মধ্যে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পরে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩৫ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আশংকা জনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে উপজেলার বামকান্দি গ্রামের মৃত ডুগাই মিয়ার পুত্র ফুল মিয়ার মাছের খাল থেকে একই গ্রামের মৃত আজগর আলীর পুত্র এনামুলসহ তার লোকজন মাছ ধরতে যায়। এ সময় ফুল মিয়া তাদের মাছ ধরতে বাধা দেয়। এতে ফুল ও এনামের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহতাবস্থায় কামাল মিয়া (২৫), রং বাহার (৪০), আবিদা (৩৫), তাহেরা (২০), মাসুক (৩৫), ফেরদৌস (২৫), রফিক (২০), মাতব্বর হোসেন (৩০), কদ্দুস (২৫), সাইকুল (২০), সুমাইয়া (২৬), হারিছ (৬০), সাইদুর (২০), উজ্জল (১৭), এনামুল (২৫), সালেহা (৪৫), আশিক (৩৫), মানিক (২৫), মাহফুজ (১৮), জুয়েল চৌধুরী (৩২), রাসেল (১৬), লাউছ (২০), রফিক (৩২), শাহ আলম (২২), ফুরুক (৩৫), সুরুক (৬০), সফিক (৩০), জাকারিয়া চৌধুরী (২৫), পাভেল চৌধুরী (২৩), রাবেয়া (২০), শাকিদ (২২), জালাল (২৪), আফজল (১৭), মিনারা খাতুন (৫০), মফিজা বেগম (২০), জলিল (১৭) ও হামিদ (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আশংকা জনক অবস্থায় কামাল মিয়া (২৫), আকল মিয়া (৮০) ও জালাল মিয়া (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর