,

জেলা প্রশাসক সাবিনা আলমসমন্বিত উদ্যোগে হবিগঞ্জের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেয়া হবে। এর জন্য অচিরেই একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক হিসাবে অন্যান্য কাজের পাশাপাশি খেলাধুলার উন্নয়নকে অবশ্যই প্রধান্য দেয়া হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। গতকাল রাতে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা ও নবাগত জেলা প্রশাসকের বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলির সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারন সম্পাদক আমিনুর রশিদ এমরান, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিম মমরাজ, এনামূল হক সেলিম, শড়খ শুভ্র রায়, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ, আবুল কালাম ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ। সভায় আব্দুর রহমাম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও হুমায়ূন কবির চৌধুরী শাহেদ এর পিতা এবং আমিনুর রশিদ এমরানের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।


     এই বিভাগের আরো খবর