,

নবীগঞ্জের ইমামবাড়ী বাজার থেকে খেলনা পিস্তল ও ধারালো ছোরাসহ ২ যুবক আটক

আনোয়ার হোসেন মিঠু ॥ নবীগঞ্জে খেলনা পিস্তল ও ধারালো ছোরাসহ দুই যুবককে আটক করেছে জনতা। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি তদন্ত গৌরাঙ্গ চন্দ্র মজুমদার, সেকেন্ড অফিসার সুধীন চন্দ্র দাশ, এসআই মোঃ নজরুল ইসলামসহ একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক ও পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে শেখ রিংকু (২৫) ও হরিপুর এলাকার হরমুজ মিয়ার ছেলে রুমেল আহমদ শুভন (২২)। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, আটককৃত রিংকু ও রুমেলসহ অপর এক যুবক খেলনা পিস্তল ও ধারালো ছোরা নিয়ে ঐদিন বিকালে ইমামবাড়ি বাজারে যায়। তারা রুমেলের জনৈক আত্মীয়ের পক্ষে সংঘর্ষের ঘটনায় সালিশে যোগ দেয়। সালিশ হওয়ার সময় তারা প্রতিপক্ষের একজনকে ধাওয়া দেয়। তখন ওই ব্যক্তি আত্মরক্ষার্থে দৌড়ে একটি দোকানে ঢুকে পড়লে স্থানীয় লোকজন রিংকু ও রুমেলকে ছোরাসহ আটক করে। সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে ইমামবাড়ি বাজারে শত শত লোক জমায়েত হয়ে উত্তেজনা প্রকাশ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় তাদের অপর সহযোগী যুবক পালিয়ে যায়। পরে পুলিশ আটককৃতদের থানায় নিয়ে আসে। খবরটি শহরে ছড়িয়ে পড়লে আটককৃতদের এক নজর দেখার জন্য থানায়ও অসংখ্য মানুষ ভীড় জমান। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন খেলনা পিস্তল ও ছোরাসহ দুই যুবককে আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।


     এই বিভাগের আরো খবর