,

কৃতজ্ঞতা প্রকাশন বীগঞ্জের গ্যাসের দাবিটি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরলেন ডিসি সাবিনা আলম

নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই দাবিটি সরাসরি প্রধানমন্ত্রী সামনে তুলে ধরেছেন হবিগঞ্জ জেলা নবাগত জেলা প্রসাশক সাবিনা আলম। তিনি প্রথম কোন সরকারী আমলা সরাসরি প্রধানমন্ত্রী সামনে নবীগঞ্জবাসীর মৌলিক দাবি ১৩টি ইউনিয়নের ঘরে ঘরে বিবিয়ানার গ্যাসের দাবি তুলে ধরেছেন। গত ২৮ জুলাই ডিসিদের বার্ষিক সম্মেলনে এদাবি তুলে ধরেন। এর পূর্বে আর কোন সরকারী কর্মকর্তা এদাবি সরাসরি প্রধানমন্ত্রী’র সামনে তুলে ধরার নজির পাওয়া যায়নি। এই জন্য তাকে নবীগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ দাবি নিয়ে নাগরিক কমিটিসহ নবীগঞ্জবাসী ১৯৯৮ সাল থেকে ১৭ বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছেন। নবীগঞ্জ পৌর এলাকায় গ্যাস সংযোগ দেয়া হলেও বঞ্চিত ১৩টি ইউনিয়নের মানুষ। এ মৌলিক দাবিটি জন প্রতিনিধিদের পক্ষে বিগত ২০০১ সালে প্রথম সংসদে উপস্থাপন করেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম দেওয়ান ফরিদ গাজী। এর পর বিগত বছরের ২৯ নভেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিয়ানা গ্যাস ফিল্ডে আসলে মঞ্চে সরাসরি দাবিটি তুলে ধরেন বর্তমান সাংসদ এম,এ মুনিম চৌধুরী বাবু। কিন্তু কোন সরকারী কর্মকর্তা হয়ে সাহসের সাথে সেই দাবি তুলে ধরেন বর্তমান জেলা প্রশাসক জনাব সাবিনা আলম। তিনি প্রধানমন্ত্রীকে জানান এদাবি পূরণ না হলে নবীগঞ্জের মানুষ অধিকার বঞ্চিত হবেন। মাননীয় জেলা প্রসাশকের লিখিত দাবিটি প্রধানমন্ত্রীর নোট বুকে রয়েছে। তাই মাননীয় জেলা প্রসাশক কে নবীগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় সুযোগ্য জেলা প্রশাসক জনাব সাবিনা আলমের প্রচেষ্ঠায় কোন সুফল নবীগঞ্জবাসী পেতে পারি। নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবি আলোর মূখ দেখুক সেই দাবি জানিয়ে এখানেই সমাপ্ত করছি…..!!!!!
লেখকঃ
এম,এ আহমদ আজাদ
জাতীয় এ্যাওর্য়াড প্রাপ্ত সাংবাদিক
দৈনিক সমকাল,সবুজসিলেট


     এই বিভাগের আরো খবর