,

এখনো মনের মানুষ পাননি পপি

সময় ডেস্ক : এখনো মনের মানুষ খুঁজে পাননি চলচ্চিত্র তারকা ও জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তিনি মনে করেন মনের মানুষ পাওয়ার বিষয়টি ভাগ্যের ব্যাপার। এবং আল্লাহ যার ভাগ্যে যাকে লিখে রেখেছেন, তারই ইচ্ছেয় তা হবে। তাই মনের মানুষের অপেক্ষায় রয়েছেন পপি। বিবিসি বাংলা’র সঙ্গে একান্ত আলাপচারিতায় একথা জানান পপি। দেড়যুগ ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন পপি। তার রয়েছে অসংখ্য দর্শক ও ভক্ত। এখনো তিনি বিয়ে করেননি। বিয়ে অবশ্যই করবেন এবং মনের মত মানুষ পেলেই করবেন। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন পপি। পপি বর্তমানে ব্যস্ত রয়েছেন জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রের কাজ নিয়ে । এতে তার সহশিল্পী হিসাবে আছেন ডি এ তায়েব । পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রয়াত আব্দুলল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। চলচ্চিত্রটি গত ২৯মে মুক্তি পায় । বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে পপি জানান,অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে লড়তে হয়েছে তাকেও। এজন্যে তাকে অভিনয় থেকে দূরে রেখেছেন যারা অশ্লীল চলচ্চিত্র নির্মাণ করেন তারা। কিন্তু তাও তিনি অশ্লীল ছবিতে অভিনয় করেননি বা তার নিজের অবস্থান পরিবর্তন করেননি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে পপি বলেন, তারকারা সাধারণ মানুষের মত জীবন যাপন করতে পারে না। সাধারণ মানুষের নজর এড়াতে বোরকা পড়ে তাকে অনেক সময় বাইরে যেতে হয়। সাধারণ মানুষ মনে করে চলচ্চিত্র তারকারা অনেক বিলাসী জীবন যাপন করে। এ ধারণার এ সাথে ভিন্নমত পোষণ করেন পপি। পপি মনে করেন অনেক কষ্ট করে তারকা হতে হয়। তিনি নিজে ১৮ ঘন্টা পরিশ্রম করেন। ক্যামেরার সামনে যাওয়ার আগে ঘন্টা বা দুই ঘন্টা পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করতে হয়। পপির প্রথম ছবি কুলি ১৯৯৭ সালে মুক্তি পায় । প্রথম ছবিতেই ব্যাপক বাজিমাত করেন পপি । যার ফলে পপি অভিনয় চালিয়ে যেতে আগ্রহী হয়ে উঠেন। এর ধারাবাহিকতায় দেড় যুগ ধরে পপি প্রায় ১৫০ টির মত ছবিতে অভিনয় করেছেন । লাক্স ফটোজেনিক আনন্দ বিচিত্রা প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়ে আসেন পপি । এই প্রতিযোগিতায় পপি প্রথম হন । তারপর থেকে অভিনয়ের অফার পেতে থাকেন । এর ধরাবাহিকতায় কুলি ছবিতে প্রথম অভিনয় করেন । কিন্তু অভিযোগ রয়েছে কুলি ছবিটি অশ্লীল। এ সম্পর্কে পপি বলেন, তিনি মনে করেন না কুলি ছবিটি অশ্লীল। কারণ অনেক দর্শক ছবিটি দেখেছে। অশ্লীল হলে ছবিটি দর্শকরা দেখতেন না। পপির ছোট বেলা কাটে খুলনাতে। ছোট বেলার জীবন খুব মিস করেন পপি। তিনি তার অভিনয়ের মাধ্যমে সারা জীবন বেঁচে থাকতে চান।


     এই বিভাগের আরো খবর