,

নবীগঞ্জ উপজেলার ৩টি ওয়ার্ডের উপ-নির্বাচনের ১১ জন প্রার্থীর মনোনয়পত্র দাখিল ॥ আজ যাচাই-বাচাই

এম.এ আহমদ আজাদ/লিটন ॥ নবীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচনের জন্য নবীগঞ্জ নির্বাচন অফিস গতকাল বুধবার তফসিল অনুযায়ী ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৫ আগষ্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল পর্যন্ত ছিল মনোনয়নপত্র শেষ তারিখ। আজ পর্যন্ত (৬ আগষ্ট) মনোনয়ন পত্র যাচাই বাচাই করা হবে ও ৯ আগষ্ট প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগষ্ট আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্ধ করা হবে। ৫নং আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মরহুম বদরুল ইসলাম বকুল মেম্বারের ভাই সেজলু মিয়া, মোঃ আব্দুর রহিম, পলাশ চৌধুরী, মহশিন আহমদ ও দুলাল মিয়া। করগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মোঃ জিতু মিয়া, আজিজুর রহমান ও আব্দুল মুহিত। বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বাছিতুর রহমান চৌধুরী, আল হেলাল আহমেদ ও আব্দুল বারি। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার হাজী বদরুল ইসলাম বকুল, করগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মিনার উদ্দিন ও বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী রহমত আলী মৃতজনিত কারনে শূণ্য ঘোষণা করা হয়। নতুন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ যোগদানের পরের তিনি এই তিনটি ওয়ার্ডে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেন। এর প্রেক্ষিতে নির্বাচন কর্মকর্তা আবু সাঈম তফসিল ঘোষনা করেন গত ১ লা আগষ্ট।


     এই বিভাগের আরো খবর