,

শহরের ৩নং পুলে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মাহফুজ নয়ন ॥ হবিগঞ্জ শহরের ৩নং পুল এলাকায় ভোকেশনাল টেকনিক্যাল স্কুলের মিলাদ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার আছরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষ চলে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও ছানা উল্লাহ, উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ পচেষ্টা চালিয়ে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দু-ধরনের বক্তব্য পাওয়া গেছে। জানা যায়, ওই স্কুলের মসজিদের ইমাম হাবিবুর রহমানের কাছে গিয়ে শিক্ষার্থীরা নামাজের পর মিলাদ পড়াতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইমামের পক্ষ নেন ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে ৫ শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীরা বলেন তাদের নিয়মে মিলাদ পড়াতে হবে। এ নিয়ে দু-ভাগে বিভক্ত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর