,

নবীগঞ্জের ভিডিও অপারেটরকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

এমদাদুল হক ॥ নবীগঞ্জে ভিডিও অপারেটরকে হত্যার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ এ দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আকবর হোসেইন জিতু । মামলার বিবরণে জানা যায়, ২০০১ইং সালের ৬ এপ্রিল রাত ৯ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের দি লাভ অডিও ভিডিও সেন্টার থেকে ভাড়ায় চালিত ভিডিও সেট টিভি, ছবি মেজাজ গরম, প্রেমের নাম বেদনা, হারানো প্রেম ও একটি মিঠুন চক্রবর্তীর হিন্দি ছবি এবং দুটি ব্যাটারীসহ অপারেটর ফারুক মিয়াকে সাথে নিয়ে যায় মিনাজপুর গ্রামের আছদ্দর মিয়ার পুত্র জিলাদ মিয়া। পরে তাকে হত্যা করে বরাক নদীর পাড়ে ফেলে রাখে। অপারেটরের কোন খবর না পাওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মিঠাপুর গ্রামের আবুল কাসেম আজাদ নবীগঞ্জ থানায় মামলা করলে ৩ দিন পর ফারুকের লাশ বরাক নদীর পাড় থেকে নবীগঞ্জ থানার এস আই আসাদুজ্জামান উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এর পর থেকে উল্লেখিত মালামাল নিয়ে খুনি জিলাদ মিয়া পালিয়ে যায়। নিহত ফারুক মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর পুত্র। সে ওই প্রতিষ্ঠানে কাজ করতো। স্বাক্ষী প্রামাণ শেষে গতকাল এ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক। রায় প্রদানের সময় আসামী জিলাদ পলাতক ছিল।


     এই বিভাগের আরো খবর