,

জেলা প্রশাসকের উদ্যোগে ৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে ও

১০ লক্ষ টাকার ঔষধ বিতরণ করা হবেজসিম তালুকদার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি কালেক্টরেট ভবনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে ৫ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন ১শ চিকিৎক। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দরিদ্রদের বিনামূলে সুন্নাতে খতনার পাশাপাশি ফিজিও থেরাপির ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ এই ক্যাম্পে বিনামূল্যে ১০ লাখ টাকার ঔষধ বিতরণ করা হবে বলেও জানিয়েছেন। তিনি এই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, হবিগঞ্জের জেলা প্রশাসন বিগত ৩ বছর যাবৎ এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে। যা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। এরই প্রেক্ষিতে এ বছর সকল জেলার হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর