,

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদের চাচাতো ভাই সাম্মুর দাফন সম্পন্ন ॥ জানাযার নামাযে হাজারো মানুষের ঢল

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আজিজুর রহমান (কনর মিয়া) এর কনিষ্ঠ পুত্র এবং কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এর চাচাত ভাই ও শ্যালক, বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবেদুর রহমান সাম্মুর জানাযার নামায গতকাল বেলা ১১টায় নিজ বাড়ী এনাতাবাদ গ্রামে অনুষ্ঠিত হয়। বিশাল নামাযে জানাযায় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাযের পূর্বে মরহুম সৈয়দ আবেদুর রহমান সাম্মুর রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। জানাযার নামাযে ইমামতি করেন সিলেট শাহজালাল (র.) দরগাহ মসজিদের সাবেক ইমাম ও বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী। পরে তাকে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, সৈয়দ সাম্মু গত ৬ আগষ্ট লন্ডন থেকে দেশে ফেরেন। পরদিন তার নিজ বাড়ী এনাতাবাদ গ্রামে জ্বরে আক্রান্ত হলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রথীন্দ্র দেব তাকে চিকিৎসা দেন। ৯ আগষ্ট শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অব¯’ার অবনতি ঘটলে সেখান থেকে পরদিন বিকালে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে প্রথমে তাকে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলে ১২ আগষ্ট রাত ১১টায় তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে লাইফ সাপোর্টে সিঙ্গাপুরের মাউন্ট এ্যালিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান। শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফাইটে তার লাশ দেশে নিয়ে আসা হয়। তার বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, ১ ভাই, ও ৫ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ সাম্মুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাযার নামাজে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শফিকুর রহমান লেচু মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মোঃ আবদুল মুকিত, ইউপি সদস্য মোঃ আবদাল মিয়া, তরুন সমাজসেবক মিজানুর রহমান চৌধুরী শামীম, ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু প্রমূখ।


     এই বিভাগের আরো খবর