,

ইউএনও মাসুম বিল্লাহ’র হস্তক্ষেপে নবীগঞ্জ পৌর এলাকায় বাল্য বিবাহ স্থগিত ॥

মুজাহিদ চৌধুরী ॥ নবীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহর হস্তক্ষেপে বাল্য বিবাহ ভঙ্গ করে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার নবীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মায়ানগর গ্রামে। জানা যায়, গত ১৪ আগষ্ট শক্রবারে নবীগঞ্জ পৌর এলাকার জামির মিয়ার পুত্র জিয়াউর (১৫) এর সাথে ৫০ হাজার টাকা যৌতুক সাভ্যস্ত করে একই গ্রামের মর্তুজ আলীর কন্যা পারভিন (১৩) এর বিবাহের দিন ধার্য্য করা হয়। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহকে অবহিত করলে তিনি নবীগঞ্জ থানা পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খানের নির্দেশে এস.আই সোহেল রানা’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বিবাহ ভঙ্গ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ তাদের অভিভাবকরা পালিয়ে যায়। অপরদিকে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে এ বিষয়ে আলাপ করলে, নাম প্রকাশ না করার স্বর্থে তারা জানান, যে কোন সময় গোপনে ওই বিবাহটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।


     এই বিভাগের আরো খবর