,

বাংলাদশে চ্যাম্পয়িন

সময় ডস্কে ॥ আগরে দুই আসরইে সমেফিাইনাল থকেে বদিায় নতিে হয়ছেলি। এবার প্রথমবাররে মতো ফাইনালে উঠে সুযোগ আসে ট্রফি ছুঁয়ে দখোর। ঘররে মাঠে এমন সুর্বণ সুযোগ কছিুতইে হাতছাড়া করনেি বাংলাদশে। ভারতকে হারয়িে সাফ অর্নূধ্ব-১৬ ফুটবল চ্যাম্পয়িনশপিরে শরিোপা জতিছেে বাংলাদশেরে কশিোররা। ফাইনালে নর্ধিারতি সময়রে খলো ১-১ সমতায় শষে হলে টাইব্রকোরে ভারতকে ৪-২ ব্যবধানে হারায় লাল-সবুজরে র্জাসধিারীরা। গতকাল মঙ্গলবার সলিটে জলো স্টডেয়িামে শরিোপা নর্ধিারণী ম্যাচটি শুরু হয় বকিলে ৫টায়। ম্যাচরে প্রথর্মাধে অবশ্য দুই দলরে কউেই গোল করতে পারনে।ি তবে বরিতরি পর খলোর শুরুতইে ১-০ গোলে এগয়িে যায় বাংলাদশে। ৪৬ মনিটিে স্বাগতকিদরে হয়ে গোলটি করনে ফাহমি র্মোশদে। তবে ৬৩ মনিটিে অময় অবনিাশ মরাজকারে গোলে ১-১ সমতায় ফরেে ভারত। নর্ধিারতি সময়রে খলো ১-১ সমতায় থাকায় টাইব্রকোরে শরিোপা জতেে বাংলাদশে। এবাররে র্টুনামন্টেে অপরাজতি দল হসিবেে ফাইনালে উঠছেে বাংলাদশেরে কশিোররা। গ্র“প র্পবরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বতিীয় ম্যাচে এই ভারতকে হারয়িইে গ্র“প চ্যাম্পয়িন হয় বাংলাদশে। আর সমেফিাইনালে আফগানস্থিানকে হারয়িে পা রাখে স্বপ্নরে ফাইনাল।ে বাংলাদশে একাদশ: ফয়সল আহমদে (গোলকপিার), শাওন হোসাইন (অধনিায়ক), ফাহমি র্মোশদে, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ শাওন, সাদউদ্দনি, মোহাম্মদ আতকিুজ্জামান, জাহাঙ্গীর আলম সজবি, খললি ভুঁইয়া, মোস্তাজবি খান, ইমন খান। ভারতীয় স্কোয়াড: প্রভুষ্কান সংি গলি (অধনিায়ক ও গোলকপিার), মো: সাকলাইন খান, অজনি টম, মোহাম্মদ রাকপি, মোহাম্মদ শাহজাহান, অময় অবনিাশ মরাজকার, রাহমি আলী, জরেমেি লালদনিপুইয়া, আয়মল চংগমপপিা, অভজিৎি সরকার, জয়িানচুন রংমইে।


     এই বিভাগের আরো খবর