,

বানিয়াচংয়ে আদিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৬০

আব্দুল হামিদ ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে পূর্ব বিরোধের জেরধরে গতকাল জমি চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে এবং অন্যদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ও বিকেলে দুই দফায় এই সংঘর্ষের ঘটনায় দফায় দফায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর, দোকান পাঠ, ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের নিয়ামত উল্লা ও আজিজুল এর মধ্যে দীর্ঘদিন যাবৎ আদিপত্যবিস্তার ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার সকালে নিয়ামত উল্লা ও আজিজুল এর পক্ষে শাহজাহান মিয়া জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে যায়। এ নিয়ে আতাউর রহমানের সাথে নিয়ামত উল্লা তর্কবিতর্কে জড়িয়ে পড়ে এর এক পর্যায়ে আজিজুল উত্তেজিত হয়ে হিফজুরকে মারধোর করে। পরে স্থানীয় লোকজন হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করে। এর পর এই ঘটনায় বিকেলে আবারও উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ থেকে ৬০ জনলোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে জাহির মিয়া, আব্দুল হক, জমির হোসেন, জাকির হোসেন, ইউসুফ মিয়া, শান্ত, বদরুল, আব্দুল বাছির, মুকিত মিয়া, শাহজাহান, মিছির আলী, আল আমিন মিয়া, নুরুল ইসলাম, তাইদুল, শাহীন, ইয়াছিন, শাহাঙ্গীর, আহম্মদ ও উবায়দুরসহ ৪০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় ১ একজনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ইনচার্জ নির্মল চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে এএসআই মীর্জার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে পরিস্থিতি শান্ত করে।


     এই বিভাগের আরো খবর