,

ক্ষুধার্ত মোশাররফ করিম

সময় ডেস্ক : চাকরির খোঁজে যুবকটি গ্রাম থেকে শহরে এসেছে। আশা ছিলো, যে করেই হোক চাকরি একটা জুটিয়ে ফেলবে। কিন্তু দেখেন পুরো উল্টো চিত্র। এক সময় নিদারুণ অর্থাভাবে দিন কাটে তার। হোটেলে খেয়ে টাকা দিতে না পারায় লোকজন তাকে মারধর করে। ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দেয়। শুরু হয় না খেয়ে থাকার অধ্যায়। দিন-রাত কাজের সন্ধানে ঘুরে কোনো ফল হয় না। পেট ভরে খাওয়া হয় না কত দিন! ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় পাগলের বেশ ধরেন। চাকরি নয়, খাদ্য খোঁজা-ই তখন তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এ ক্ষুধার্ত যুবক, শহরে চাকরি খুঁজতে আসা যুবক, ক্ষুধার যন্ত্রণায় পাগলপ্রায় যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকের নামও ‘ক্ষুধা’। লিখেছেন ও পরিচালনা করেছেন আলমগীর রুমান। গল্পে মোশাররফের দিকে নির্ভরতার হাত এগিয়ে দিতে চান যিনি, তিনি রোবেনা রেজা জুঁই। বাস্তবেও মোশাররফের অর্ধাঙ্গিনী। ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।


     এই বিভাগের আরো খবর