,

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

মুজাহিদ চৌধুরী ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ফলাফল অনুযায়ী সর্বমোট ছয় হাজার ৯৩৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) পাওয়া যাবে। এ ছাড়া এ ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (িি.িসড়ঢ়সব.মড়া.নফ) পাওয়া যাবে। গত বছরের ১ জুলাই ওই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ৭ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ২০ হাজার ৪৭৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হন। এখানে হবিগঞ্জ জেলায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। হবিগঞ্জ জেলার মধ্যে নিজ উপজেলায় নির্বাচিত প্রার্থীর তালিকা ঃ ১০০৬০, ১০২৮১, ১০৩৬৯, ১০৬১৪, ১০৬১৫, ১০৬২২, ১০৭৭০, ১০৭৮৩, ১০৭৯৫, ১০৮৫০, ১০৯৪৫, ১০৯৫৩, ১০৯৫৪, ১০৯৫৭, ১১০৯৭, ১১৩১৯, ১১৩৬২, ১১৩৬৩, ১১৫৭৭, ১১৬৭৫, ১১৭৪৩, ১১৯১২, ১১৯৭৩, ১২০২৭, ১২০৫৩, ১২৪৬২, ১২৫৪৯, ১২৭৩৪, ১২৭৬০, ১২৯৫৭, ১৩০৭৯, ১৩১০৭, ১৩১৯২, ১৩৩৪১, ১৩৩৭৯, ১৩৪৯৫, ১৩৪৯৬, ১৩৫২০, ১৩৫৪২, ১৩৬০০, ১৩৭৮১, ১৩৮০৬, ১৩৮৪৮, ১৩৯২৯, ১৩৯৬১, ১৪১০৭, ১৪২০৮, ১৪২৭৭, ১৪৩৮৬, ১৪৪০৬, ১৪৫৩১, ১৪৭০৮, ১৪৭০৯, ১৪৭২৪, ১৪৭৩৯, ১৪৭৮৫, ১৪৮১৭, ১৫০১৮, ১৫০১৯, ১৫০২৮, ১৫০৬৪, ১৫০৭০, ১৫২৭৬, ১৫৩১৩, ১৫৪৩৬, ১৫৪৪১, ১৫৪৪২, ১৫৪৪৬, ১৫৪৭১, ১৫৫২৪, ১৫৬১৮, ১৫৭৫৪, ১৫৮৫৭, ১৫৯৮৩, ১৬০৬৭, ১৬৩৮৯, ১৬৪৬৪, ১৬৫৪৬, ১৬৫৪৭, ১৬৬১২, ১৬৭৪৯, ১৬৭৬৪, ১৭০৪০, ১৭০৫৫, ১৭১৩৫, ১৭২০৮, ১৭২৩০, ১৭২৮৫, ১৭২৮৬, ১৭৪৫৭, ১৭৭৭৪, ১৭৮৬৬, ১৭৮৭৫, ১৭৮৯৫, ১৭৯১৫, ১৮০৬২, ১৮০৬৩, ১৮২৫১, ১৮৬৭১, ১৮৭৮৬, ১৮৮৪৩, ১৮৯৯১, ১৯০৫৪, ১৯১০৮, ১৯২৮৮, ১৯২৮৯, ১৯৪৫৮, ১৯৪৯১, ১৯৫৫৩, ১৯৬১৭, ১৯৮১৯, ১৯৮৬৫, ১৯৯২৮, ২০০৯৯, ২০৬০০, ২০৭২২, ২০৭৬১, ২০৯৬৬, ২১১৬৮, ২২০৭৩, ২২১৩৩, ২২২৪৬, ২২৪৭৫, ২২৭০৯, ২২৮২১, ২২৯১৮, ২৩১৩১, ২৩১৩২, ২৩১৪৩, ২৩১৬৯, ২৩৩৬৬, ২৪১৮৩, ২৪৪৪১, ২৪৪৭৭, ২৪৪৯৬, ২৪৫৫৭, ২৪৬৩৪, ২৪৭৬২, ২৪৭৮১, ২৪৭৮২, ২৪৮৭৭, ২৪৯১১, ২৪৯৪১, ২৫০৪৪ = ১৪৪ জন। হবিগঞ্জ জেলার মধ্যকার উপজেলাসমূহে অন্য উপজেলা থেকে নির্বাচিত প্রার্থী দের তালিকা (৭এর ১(খ) ধারা মোতাবেক )ঃ ১৩৬০২, ১৯১১৩, ১৯৭৭৩, ২০০৪১, ২১২২৮, ২১৭৫৮, ২৪১৪৩ = ৭ জন। হবিগঞ্জ জেলায় অন্য জেলা থেকে নির্বাচিত প্রার্থী দের তালিকা (৭এর ১(খ) ধারা মোতাবেক) ঃ ১০০১১ (ঠাকুরগাঁও, পীরগঞ্জ), ১০০৭৩ (বরিশাল, গৌরনদী), ১০৫২৯ (ভোলা, দৌলতখান), ১১৫৭৫ (বগুড়া, গাবতলী), ১১৭৩২(বরিশাল, আগৈলঝাড়া), ১৪৭২২ (বরিশাল, বাকেরগঞ্জ), ১৬৫২১ (সিরাজগঞ্জ, উল্লাপারা), ১৮১৩৫ (গাইবান্ধা, সাঘাটা), ১৯৮৮৩ (গাইবান্ধা, সাঘাটা), ২২৭৬০ (লালমনিরহাট, হাতিবান্ধা), ২৩৫৭৭ (কুড়িগ্রাম, ফুলবাড়ী), ২৩৮৮৩ (নেত্রকোনা, কেন্দুয়া), ২৩৯১২ (বগুড়া, গাবতলী) = ১৩ জন। হবিগঞ্জ জেলার কোন প্রার্থী অন্য জেলায় নির্বাচিত হননি।


     এই বিভাগের আরো খবর