,

তালামীযে ইসলামিয়ার পাঁচ দফা কর্মসূচির আলোকে সকল কর্মী সদস্যদের কাজ করতে হবে

এমদাদুল হক ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার মুতারাম সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, দ্বীন ইসলামের কার্যক্রম তালামীযে ইসলামিয়ার পাঁচ দফা কর্মসূচির আলোকে সকল কর্মী সদস্যদের করতে হবে। তিনি আরো বলেন, তালামীযে ইসলামিয়া একটি সুন্নী মতাদর্শী চলমান শতাব্দীর একমাত্র আদর্শবাদী সংগঠন, তিনি গতকাল সোমবার বেলা ২টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন, কলেজ, মাদরাসা শাখার দায়িত্বশীলদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়ার উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি মোঃ শামসুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম, সহ-প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন, দীঘলবাক ইউনিয়ন সভাপতি সৈয়দ মোজাক্কির হোসেন মিলাদ, গজনাইপুর ইউনিয়ন সহ-সভাপতি মোঃ আব্দুন নূর, নবীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোঃ মোজাহিদ আহমদ, ইনাতগঞ্জ ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোঃ সিতার আলী, আউশকান্দি ইউনিয়ন সহ-সভাপতি মনসুর আলম হামিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ হাসান জীবন, দেবপাড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, কুর্শি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সাংগঠনিক সম্পাদক রাহুল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদ মোঃ শাহরিয়ার আহমদ শাওন, সহ-অফিস সম্পাদক নাজমুস্ সাকিব চৌধুরী, সদস্য আকরাম আহমদ, বাংলাবাজার আঞ্চলিক শাখার সভাপতি আখলাকুর রহমান, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা মুহিবুল আলম তামিম, দীঘলবাক ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, আব্দুল্লাহ ওমর প্রমূখ নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর