,

বানিয়াচংয়ে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ম্যানেজারকে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের এড়িয়া ম্যানেজার ও ২ সন্তানের জননী বিউটি আক্তার (৩০) এর ইভটিজিংয়ের অভিযোগে তারই অধিনস্থ মাঠ কর্মী ২ সন্তানের জনক সোহেল মিয়া (৪০)কে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্ত সোহেল স্থানীয় যাত্রাপাশা গ্রামের রইছ উল্লার পুত্র। মামলার বিবরনে জানা যায়, স্থানীয় কালিকাপাড়া গ্রামের মৃত গোলাপ আলীর কণ্যা বিউটি বানিয়াচং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের এড়িয়া ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছিল কয়েক বছর যাবৎ। তার অধীনে মাঠ কর্মী হিসেবে চাকুরী করার সুবাদে সোহেল গত ১ বছর যাবৎ বিউটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাব ও মোবাইল ফোনে হুমকি ধামকির যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৪২/১৫। গত রবিবার রাত ১২টায় এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে যাত্রাপাশা থেকে সোহেলকে গ্রেফতার করেন। পরদিন গতকাল সোমবার দুপুরে সোহেলকে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রায়হানুল হারুনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্র্যট শুনানী শেষে ১৮৬ ধারা ও ৫০৯ দন্ড বিধিতে সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সোহেল সাংবাদিকদের জানায়, তার ম্যানেজার বিউটি বেগমের সাথে বীমার কিস্তির টাকা নিয়ে কয়েকদিন পূর্বে বাকবিতন্ডা হয়। এতে বিবাহিত ও একাধিক সন্তানের জননী বিউটি আক্তার আমার উপর ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। তবে প্রগ্রেসিভ ইনসিওরেন্স বানিয়াচং কো-অর্ডিনেটর ওবায়দুর রহমান বকুল জানান, তার বীমাতে সোহেল চাকুরী করার সুাদে বিউটিকে উত্তক্ত অব্যাহত রাখলে তাকে এ বছর ফেব্র“য়ারী মাসে বরখাস্থ্য করা হয়।


     এই বিভাগের আরো খবর