,

তারকারা যখন খাবার ব্যবসায়ী

সময় ডেস্ক : একজন মানুষের বেঁচে থাকার জন্য কাজের প্রয়োজন। অনেকেই পছন্দ করেন নিজের মত করে নিজের কর্মজীবন সাধন করতে। আর সব মানুষের মত তারকাদের জীবনেও রয়েছে নিজের অভিনয়ের বাইরে কর্মজীবন। সবাই যে অভিনয়ের বাইরে নিজের কর্মজীবন সম্পাদন করছেন অন্য কোন কাজ করে তা কিন্তু নয়। অথবা নিজের অভিনয়ের উপার্জন থেকে যে জীবন চলছে বিষয়টা এর রকমও কিন্তু নয়। বর্তমানে শখের বসেই অনেক তারকা ব্যবসা করছেন। তাদের মধ্যে অনেকই করছেন খাবারের ব্যবসা। খাবারের রেস্টুরেন্টের ব্যবসা এখন একটি জনপ্রিয় ব্যবসা। শুধু তাই নয়, একটি মানসম্মত খাবারের রেস্টুরেন্ট বদলে দিতে পারে একটি শহরের পরিবেশ। বাংলাদেশে এমন কয়েকজন জনপ্রিয় তারকা রয়েছেন যারা ইতি মধ্যেই খাবারের রেস্টুরেন্ট দিয়েছেন। আসিফ আকবর : জনপ্রিয় গায়ক আসিফ আকবরের কুমিল্লাতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে মিষ্টি বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির নাম ‘মিঠাই’। শাহরিয়ার নাজিম জয় : অভিনয়ের পাশাপাশি তারকারা ভিন্ন পেশায়ও নিজেদের নিয়োজিত রাখেন। তেমনি রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছিলেন অভিনেতা জয়ও। ঢাকার বনানীতে পান তো নামে একটি চায়নিজ ও জাপানিজ খাবারের রেস্টুরেন্ট তৈরি করেন ২০১০ সালে। ৩ আগস্ট জয়ের ছেলের জন্মদিন হওয়াতে ওই দিনটিকে রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য বেছে নেন জয়। ইশিতা : জনপ্রিয় অভিনেত্রী ইশিতা এখন দূরে আছেন অভিনয় থেকে। ঈশিতা এ বছর ১১ মে থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসার। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে তার রেস্টুরেন্টির নাম ‘হোয়াই নট’। ‘হোয়াই নট’-এর মূল বিশেষত্ব হলো, এখানে তাজা, টাটকা খাবার পরিবেশন করা হয়। বড় একটা জুসবারের পাশাপাশি নানা ধরনের চা ও কফিও পাওয়া যায়। সব বয়সী মানুষের কথা ভেবেই সাজানো হয়েছে এর মেন্যু। শাকিব খান : একসময় চলচ্চিত্রে নায়কদের মধ্যে জনপ্রিয়তার মধ্যগগনে ছিলেন শাকিব খান। বছরে তার বিশটির বেশি ছবি মুক্তি পেত। এখন সেই অংক নেমে এসেছে ৪ অথবা ৫-এ। সেই অবস্থা এখন আর শাকিব খানের নেই। ছবি কমে যাওয়ার কারণে আয়ও কমেছে কিন্তু ব্যয় সেই আগের মতোই আছে। তাই হয়তো শাকিব খান প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়াও তিনি যমুনা ফিউচার পার্কে একটি ফাস্টফুডের দোকান দিয়েছেন। এ দুটি ব্যবসা ছাড়াও শাকিব আরো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা-ভাবনা করছেন। হাবিব : দেশের অনেক তারকাই রেস্টুরেন্ট ব্যবসায় জড়িয়েছেন। তাদের সেই নামের পাশে নাম লিখিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তবে তিনি একক মালিকানায় এ রেস্টুরেন্ট করছেন না। চাচাতো ভাই এরশাদকে সঙ্গে নিয়ে হাবিব ধানম-ির ৭নং রোডে নিজ বাসার প্রাঙ্গণে এ রেস্টুরেন্ট দিয়েছেন। নাম রেখেছেন ‘কাবাব অন সেভেন’।


     এই বিভাগের আরো খবর