,

নবীগঞ্জে একমাস যাবত একটি স্কুল পানি বন্ধি ॥

এম এ আহমদ আজাদ ঃ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর ২৮নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ৩শ৬৫জন ছাত্র-ছাত্রী গত এক মাস যাবৎ হাটুর পানির মধ্যে কাস করছে। মানবেতর কাসে শিশুরা অনেকেই অসুস্থ্য হয়ে এখন উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। আবার অনেকে সাপ ও জোঁকের ভয়ে কাসে যাচ্ছেন না। ফলে স্কুলে শিক্ষার পরিবেশ মারাত্বক হুমকিমুখে পড়েছে। সাঁকো ও হাটু পানি দিয়ে স্কুলে যাতায়াত করছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতি বছরই বর্ষা মওসুম আসার সাথে সাথে পানি বন্ধি হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষা অফিস সহ বিভিন্ন জন প্রতিনিধিদের জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। স্কুলের চারিদিকে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অথৈ পানিতে তলিয়ে গেছে বিদ্যালয়টির চারিপাশ। বিদ্যালয়ে মূল ভবনটি কাস করার জন্য অনুপযোগী হয়ে পড়ায় সম্প্রসারিত ভবনে চলছে এখন কাসের কাজ। তবে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট রয়েছে প্রকট। সাড়ে ৩শ ছাত্র-ছাত্রীর জন্য মাত্র একজন সরকারী শিক্ষক রয়েছেন। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দুইজন খন্ড কালিন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তাদের দ্বারা কোন রকম চলছে শিক্ষার পরিবেশ। ম্যানেজিং কমিটির সদস্য গোলজার মিয়া জানান, আমরা উক্ত বিদ্যালয়ের বিষয়টি বারবার স্থানীয় শিক্ষা অফিস কে জানানো হলেও তারা কোন প্রতিকার পায়নি। ২০১০/১২ সালে মুল ভবনের সংস্কার কাজের টেন্ডার হলেও এখনো কাজ শুরু হয়নি। স্থানীয় ইউপি মেম্বার ফখরুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়টির দীর্ঘ দিন ধরে পানিবন্ধি থাকায় অনেক ছাত্র-ছাত্রী এখন সাপ ও জোকের ভয়ে কাসে যাচ্ছেন না। এখানে পানি নিস্কাশনের ব্যবস্তাসহ কালর্ভাট নিমানের দাবি জানান। প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন বলেন, আমরা অত্যান্ত মানবেতর ভাবে কাস পরিচালনা করছি। দিনদিন ছাত্রছাত্রীদের অনুপস্তিতি সংখ্যা আশংকাজনক ভাবে বাড়ছে। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর