,

বাহুবলে ইমা পরিবহণ শ্রমিকদের উপর নির্যাতন ॥ শ্রমিকদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ ইমা পরিবহণ শ্রমিকদের উপর অব্যাহতভাবে বিভিন্ন অজুহাতে নির্যাতনের দায়ে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুসে উঠেছে। ৩ দিনের মধ্যে ইমা পরিবহণের হবিগঞ্জ স্ট্যান্ড ম্যানেজার জব্বারকে বরখাস্থ করার দাবী জানিয়েছে ইমা পরিবহণের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। অন্যতায় মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠন। গতকাল সন্ধায় বাহুবল উপজেলা সদরে শ্রমিকদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জানায়, হবিগঞ্জ স্ট্যান্ডের ইমা পরিবহণের ম্যানেজার পাথারিয়া গ্রামের বাসিন্দা জব্বার মিয়া (৪০) প্রায় সময়ই শ্রমিকদের উপর তুচ্ছ বিষয় নিয়ে শারীরিক নির্যাতন করে থাকে। এ নিয়ে বেশ কয়েকবার শ্রমিক নির্যাতনের দায়ে জব্বার মিয়াকে ক্ষমা প্রার্থনা করানো হয়। কিন্তু তার প্রভাব প্রতিপত্তির দায়ে শ্রমিকদের উপর অত্যাচারের মাত্রার কোন কমতি হয়নি। গতকাল ২১ আগষ্ট বাহুবল উপজেলার পূর্বভাদেশ্বর গ্রামের নিরীহ শ্রমিক মৃত রহমত আলীর পুত্র মহসিন আলী (৩২) নিজ ইমা গাড়ি (হবিগঞ্জ ছ-১১-০১৬৩) নিয়ে পুটিজুরী থেকে হবিগঞ্জ স্ট্যান্ডে সকাল সাড়ে ৭টায় পৌছেন। কিন্তু পথে মধ্যেই তার গাড়িতে সমস্যা দেখা দেয়। এরপরও কোন রকমে স্ট্যান্ডে পৌছতে সম হন। সকাল ৮টার দিকে স্ট্যান্ড ম্যানেজার জব্বার মিয়া তার কাছে চালানের চাঁদা ও সেপ্টেম্বরের অগ্রিম মাসিক চাঁদা দাবী করে বসে। চালানের টাকা একটু পরে ও মাসিক চাঁদা দেয়ার আরো ৯ দিন বাকী আছে বলার সাথে সাথেই জব্বার তার সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে জব্বর নিরীহ চালক মহসিনকে শারীরিক মারপিট করতে থাকে। তখন অন্যান্য শ্রমিকরা প্রতিবাদ করলে তাদের উপরও ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে ইমা মালিক সমিতির সভাপতি এমদাদুর রহমান বাবুল ও সেক্রেটারী সৈয়দ মিজানকে জানালেও কোন প্রতিকার হয়নি। ফলে শ্রমিকরা অতিষ্ট হয়ে গতকাল জরুরী সভায় মিলিত হন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও অন্যতম পরিবহণ মালিক নেতা আব্দুন নূর মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩ দিনের মধ্যে জব্বারকে বরখাস্থ করা না হলে পুটিজুরীÑহবিগঞ্জ লাইনে কোন ইমা পরিবহণ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এবং নির্যাতনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন। সভায় শ্রমিকদের মাঝে উপস্থিত ছিলেন, নির্যাতিত শ্রমিক নেতা মহসিন আলী, শরীফ উদ্দিন, তাজুল ইসলাম, সুমন, নোমান মিয়া, জসিম মিয়া, আব্দুল আলী, রিপন মিয়া, হেলাল উদ্দিন, মুশাহিদ ও খলিল প্রমুখ। সভায় শ্রমিকরা জব্বার কর্তৃক তাদের উপর নির্যাতনের করুণ বিবরণ তুলে ধরেন।


     এই বিভাগের আরো খবর