,

নবীগঞ্জের দীঘলবাক ইউপি’র বন্যা দূর্গত এলাকা পরির্দশনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা ডাইকের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের রাধাপুর গ্রামের সড়ক ফাটলসহ আশপাশের বন্যা দূর্গত (২য় পৃষ্ঠায় দেখুন) গ্রামগুলি পরিদর্শন করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ্ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, জাতীয় পার্টির নেতা শহীদ চৌধুরী ও রজব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী (চাঁন মিয়া), বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল করিম, ছালিক মিয়া, আরব উল্লাহ, শাহনুর আলী, এলাওর মিয়া, আলাউদ্দিন, নুর হোসেন প্রমুখ। উল্লেখ্য, ওই ইউনিয়নের দীঘলবাক, রাধাপুর, জামারগাঁও, মতুরাপুর, গালিমপুর, মাধবপুর, কুমারকাদা, আহমদপুর, পাহারপুরসহ বিভিন্ন গ্রামগুলি পানির নিচে প্রায় তলিয়ে গেছে। বন্যা দূর্গত এলাকা পরিদর্শন শেষে উপস্থিত এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষসহ রাস্তা ঘাটের উন্নয়নে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু’র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর