,

সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা জেএসসিতে ১৯ এবং জেডিসিতে ৩৭ জন অনুপস্থিত

আহসানুজ্জামান মান্না ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায়ও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। গতকাল শুক্রবার সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। এ বছর নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়, আউশকান্দি র.প স্কুল এন্ড কলেজ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, দিনাপুর উচ্চ বিদ্যালয়ের ৪ টি কেন্দ্রে জেএসসি’তে মোট ৩ হাজার ৮ শত ৮৭ জন এবং জেডিসিতে ৯ শত ১ জন পরীক্ষার্থী থাকলেও গতকাল শুক্রবার বাংলা ১ম পত্রের পরীক্ষায় জেএসসিতে মোট ১ হাজার ৩ জনশত ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ শত ৩১ জন এবং জেডিসিতে ৮ শত ৯৪ জনের মধ্যে ৮ শত ৫৭ জন পরীক্ষায় অংশগ্রহন করে। গতকালের পরীক্ষায় জেএসসিতে ১৯ জন এবং জেডিসিতে ৩৭ জন অনুপস্থিত ছিল। তবে অনেক পরীক্ষার্থী সকাল ৯ টায় পরীক্ষা শুরুর ব্যাপারটি অবগত না থাকায় প্রায় আধাঘন্টা দেরীতে পরীক্ষায় অংশগ্রহন করতে দেখা গেছে। গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ জে,কে মডেল স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান। এ সময় তার সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশিনার ভুমি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জে.কে স্কুল পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আঞ্জব আলী হাই স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু প্রমূখ।


     এই বিভাগের আরো খবর